কুরআন আল্লাহর কালাম মহাপবিত্র বাণী,
মানব জীবনের জন্য অভ্রান্ত পথ বলে জানি।
পথভ্রষ্ট জাতিকে দেয় সঠিক পথের দিশা,
প্রতিটি আয়াতে মেলে উপদেশ শিক্ষা।
শব্দে শব্দে পাঠক পায় দশটি করে নেকী,
পড় বোঝ, জীবন গড়, এই তো ক’দিন বাকী।
কুরআন শুধু পড়ে, তাকের উপরে তুলে রাখার নয়
কুরআন দিয়ে জীবন, সমাজ, জাতি গড়তে হয়।
মানবে না যে কুরআন-হাদীছ হবে সে উন্মাদ,
পাবে না সে জান্নাতের নে‘মতের স্বাদ।
জীবনের সকল ক্ষেত্রে মানবে যে কুরআন
সেই পাবে পরকালে পূর্ণ পরিত্রাণ।
-ফায়যুল্লাহ
বাগমারা, রাজশাহী।