উঠলো শশী গগণ মাঝে ফিরলো আবার কুরবানী,
বইছে হাওয়া ঈদ-উৎসবের আমোদমাখা মন খানি।
ছুটছে মানুষ হাটের পানে নিত্য দিনে হাটবেলা,
কষ্ট তাই হাটের সময় পথিকেরই পথ চলা।
সরগরম তাই হাট প্রান্তর কেনা-বেচার আমেজে,
কিনছে কেউ ঐ পশুটি হাটের মাঝে সেরা যে।
পাঞ্জাবী আর টুপি কেনায় ভিড় জমেছে মার্কেটে,
কিনছে আবার সুরমা, আতর মেহেদীটাও তার সাথে।
নিত্য দিনে আয়োজনে মুখরিত বিশ্ব তাই,
বাস-ট্রেন, লঞ্চ-স্টীমারে মাথা গোঁজার নেইকো ঠাঁই।
এমন করে এলো ফিরে দশই যিলহজ্জ্ব দিন খানি,
ছালাত পড়ে জলদি করে করলো সবে কুরবানী।
ধরার যমীন হ’ল রঙ্গিন রক্ত মেখে এই দিনে
ব্যস্ত সবাই রন্ধনশালায় হরেক পাকের আয়োজনে।
অশ্লীলতায় ঢাকলো আলয় ঈদ-আনন্দ উপভোগে,
মিটলো শেষে ঈদের আমোদ এই রূপ সব কর্মযোগে।
রইলো বাকি আসল কাজই ‘তাক্বওয়া’ লাভ দিলেতে,
নৈকট্য হাছিল আল্লাহ পাকের হ’ত যার মারফতে।
***