হয়তো বসুন্ধরা সবুজ-শ্যামল চিরকালই রবে,

তবু তোমার আমার জীবন স্থায়ী কি হবে?

আদি হ’তে এ পর্যন্ত ঘেঁটে দেখ ইতিহাস,

তবেই তোমার মনে আসবে নিশ্চিত বিশ্বাস।

সারাটি জীবন পার করেছ পাপের বোঝা বয়ে,

এবার তবে কুড়াও সৎ আমল জাহান্নামের ভয়ে।

ঐ শোন! আল-কুরআনে প্রভু করেছেন বর্ণন,

প্রত্যেক প্রাণী মৃত্যুসিঁড়িতে করবেই আরোহণ।

চোখটি বুজে হৃদয়পটে দেখ ঐ গোরস্থান,

দাফন হয়েছে যেখানে শত-সহস্র মানবপ্রাণ।

দুনিয়ার কোলে তোমায় আকৃষ্ট করছে শয়তান,

ধরণীর মিছে প্রেমে পড়ে হইও না বেঈমান।

পুণ্য তুমি গোছাও আজ আখেরাতের তরে,

ফেরদাউসে তুমি পৌঁছে যাবে মৃত্যুর পরে।

হে মানুষ! জেগে ওঠ সবে হও হুঁশিয়ার,

জীবন বায়ু ফুরিয়ে এল নেই সময় আর।

মৃত্যুর ফেরেশতার আগমনে গতি হবে মন্থর,

তোমারে ফেরাতে বৃথা হবে সহস্র চেষ্টা নিরন্তর।

তোমার লাশ কবরে রেখে ফিরবে স্বজন একা,

 সেই অাঁধারে আমল বিহীন পাবে না কারো দেখা।

দু’জগতে নিজের মঙ্গল যদি মনেপ্রাণে চাও,

অহি-র আলোকে জীবনটাকে ঢেলে সাজাও!

মুহাম্মাদ মুবাশ্বিরুল ইসলাম

নওদাপাড়া, রাজশাহী।






আরও
আরও
.