মুমিন সে আল্লাহর নাম যে সদা করে স্মরণ

সফল সে অধিক নেকী যে করে অর্জন।

মুমিন ব্যক্তি শস্যক্ষেতের সুকোমল চারা

বিপদ-মুছীবতে পড়ে, হয় না দিশেহারা।

মুমিন ব্যক্তি আত্মীয়তার বন্ধন করে রক্ষণ

হালাল রূযীতে সে করে জীবন যাপন।

বিপদাপদে মুমিন হয় না বিচলিত

আল্লাহর ভয়ে সে সদা থাকে শংকিত।

মুমিনগণ ধৈর্যশীল, ধৈর্যে রয় অটল

আল্লাহর ভয়ে ভীত হয়ে সে হয় সফল।

ছালাত কায়েম করে সদা যাকাত করে দান

দৃঢ় বিশ্বাস মুমিনের মযবূত ঈমান।

সচ্চরিত্র সদাচার শুদ্ধস্বত্ব আচরণ

পরহিত পরোপকার মুমিনের আবরণ।

মুমিনের মনে কোন হিংসা-বিদ্বেষ নাই

মুমিনেরা ন্যায়পরায়ণ পরস্পর ভাই ভাই।

আল্লাহকে ডাকে মুমিন ভয় ও প্রত্যাশায়

আল্লাহর দয়া মুমিনের জন্য সুনিশ্চয়।

-মুহাম্মাদ গিয়াছুদ্দীন

ইবরাহীমপুর, ঢাকা।






আত-তাহরীক - আতিয়ার রহমান মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
ফিরক্বা নাজিয়াহ - মুহাম্মাদ মোমতায আলী খাঁনঝিনা, গোদাগাড়ী, রাজশাহী।
আল্লাহর মাহাত্ম্য - শরীফুল ইসলামএম.এ (শেষ বর্ষ) ইসলামিক স্টাডিজরাজশাহী বিশ্ববিদ্যালয়।
কবিতা
প্রশ্ন ফাঁস নাকি জাতির সর্বনাশ - আব্দুল্লাহ আল-মাহমূদএমবিএ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়রংপুর।
সব বলে দিব - আবুল কাসেমগোভীপুর, মেহেরপুর।
সূরা হুমাযাহ
নফস
আলো - মুহাম্মাদ শহীদুল্লাহনলত্রী, গোদাগাড়ী, রাজশাহী।
রামাযানে আঞ্জাম - মুহাম্মাদ শহীদুল্লাহ, নলত্রী, গোদাগাড়ী, রাজশাহী।
জ্বলে দাউ দাউ - মাশারেকুল আনোয়ারমীম মেডিসিন কর্ণার, গেন্ডা, সাভার, ঢাকা।
শ্রেষ্ঠ কাল - মুহাম্মাদ সাইফুল ইসলাম শ্যামপুর, মতিহার, রাজশাহী।
আরও
আরও
.