মিথ্যা হ’ল পাপের মূল মুনাফিকের আলামত

মিথ্যাবাদী পায় না তাই আল্লাহ পাকের রহমত।

এ সমাজে ফাসেক ফাজের মিথ্যাবাদী যারা

সবার কাছে ঘৃণার পাত্র পায় না সম্মান তারা।

কর্মক্ষেত্রে যদি থাকে মিথ্যা বলার স্বভাব

দেখা দিবে আয়-রোযগারে বরকতের অভাব।

গান-সিনেমা, নভেল-নাটক মিথ্যার কারখানা

যার কারণে সমাজ নষ্ট আছে সবার জানা।

অধিক কথা মিথ্যার কারণ বেশী কথা বলতে বারণ

হাদীছের এ বাণী সদা রাখিও স্মরণ।

মিথ্যার দ্বারা বদল হয় ইহকালের গতি

মিথ্যা কথায় বেশী হয় পরকালীন ক্ষতি।

শিরক-বিদ‘আত, জাল-যঈফ সুস্পষ্ট মিথ্যা

যাচাই ছাড়া করলে আমল সব হয়ে যায় বৃথা।

জান্নাতের পথ হ’ল সত্যের নিশানা

মিথ্যার ফল হয় জাহান্নামে ঠিকানা।

ধ্বংস যদি হ’তে না চাও শয়তানের ধোঁকাতে

মিথ্যা ছেড়ে থাকো তবে সত্যবাদীদের সাথে।

তওবা করে চলো সবাই সত্যের দিকে ছুটি

নইলে সেদিন ফেরেশতারা ধরবে চেপে টুটি।

সত্যের উৎস কুরআন-হাদীছ মেনে চল তাই

পরকালে মিলবে মুক্তি জানিও নিশ্চয়ই।






আরও
আরও
.