আহলেহাদীছ আন্দোলনে

ছুটে এসো ভাই

দলীল ভিত্তিক আমল কর

আল্লাহ খুশি হয়।

এক আল্লাহর ইবাদত কর

নাইকো তাঁহার শরীক

ইবাদতের হকদার তিনি

তিনিই শ্রেষ্ঠ মালিক।

আহলেহাদীছ আন্দোলনে

প্রাণটা আমার বাঁধা,

ধর্ম-জগতে দৃষ্টি দিলে

লাগছে গোলক ধাঁধা।

আল্লাহর ভয় নাই কি তোমার

গড়ছ গাড়ি-বাড়ি?

দু’দিন পরে যাইতে হবে

এই দুনিয়া ছাড়ি।

মুক্তি যদি পেতে চাও

আর থেক না ভুলে

জীবন পণ করে এসো

রাসূলের পতাকা তলে।

দু’টি জিনিস রেখে গেলেন

থেক অাঁকড়ে ধরে,

পথভ্রষ্ট হবে না তবে

আমার বিদায় পরে।

আসবে তোমার বিদায় পালা

যাবে খালি হাতে,

বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন

কেউ যাবে না সাথে।

আহলেহাদীছ যুবসংঘ

ওরা দ্বীনের প্রহরী।

সত্য তাদের প্রতিশ্রুতি

আল্লাহর পথে আহবানকারী।




আরও
আরও
.