বাঁকাল, সাতক্ষীরা ১৭ই মার্চ শুক্রবার : অদ্য সকাল ৯-টায় দারুল হাদীছ আহমাদিইয়াহ সালাফিইয়াহ মিলনায়তনে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা সোনামণি’র পরিচালক আব্দুল্লাহ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ রফীকুল ইসলাম ও যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুজাহিদুর রহমান ও উক্ত মাদরাসার সুপার মাওলানা গোলাম সারোয়ার। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আব্দুল মুন‘ইম ও ইসলামী জাগরণী পরিবেশন করে আসাদুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন যেলা সোনামণি’র সহ-পরিচালক মুহাম্মাদ ইসরাঈল।
বড়গাছী, পবা, রাজশাহী ২০শে মার্চ রবিবার : অদ্য বাদ আছর বড়গাছী উত্তরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক ‘সোনামণি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও যয়নুল আবেদীন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অত্র মসজিদের ইমাম খোরশেদ আলম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ খালিদ ও ইসলামী জাগরণী পরিবেশন করে সাম্মিয়া খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী সদর সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর প্রচার সম্পাদক আব্দুল মুত্তালিব।
নহনা কালুপাড়া, মান্দা, নওগাঁ ২২শে মার্চ বুধবার : অদ্য বাদ আছর নহনা কালুপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ফতেহপুর শাখার সভাপতি খাজা নিযামুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ফতেহপুর শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুল বাকী ও নওগাঁ সরকারী কলেজের ছাত্র মুহাম্মাদ আকবর হোসাইন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে মিলন হোসাইন ও ইসলামী জাগরণী পরিবেশন করে ফাতেমা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন সোনাডাঙ্গা-ভরট্ট আলিম মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল জববার।
চাঁদপুর, বিরামপুর, দিনাজপুর ২৩শে মার্চ বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর চাঁদপুর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মাসিক আত-তাহরীক-এর প্রবীণ লেখক রফীক আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও যয়নুল আবেদীন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক আব্দুল ওয়ারেছ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি যুবায়ের আহমাদ, অর্থসহ হাদীছ পাঠ করে হারেছুল ইসলাম এবং ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ আরমান মিয়াঁ। অনুষ্ঠান পরিচালনা করেন যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মুহাম্মাদ সাইফুর রহমান। অনুষ্ঠান শেষে ৭ সদস্য বিশিষ্ট অত্র শাখা সোনামণি পরিচালানা পরিষদ গঠন করা হয়।
মাদারবাড়ীয়া, পাবনা ২৬শে মার্চ রবিবার : অদ্য বাদ আছর মাদারবাড়ীয়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পাবনা যেলার সভাপতি মাওলানা বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মুহাম্মাদ রবীউল ইসলাম ও সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক হাবীবুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি মুহাম্মাদ তারিক হাসান, সোনামণি পরিচালক মুহাম্মাদ রফীকুল ইসলাম, সহ-পরিচালক মুহাম্মাদ আব্দুল্লাহ, আতাইকুলা উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আলী ও অত্র মসজিদের ইমাম মাওলানা আব্দুশ শাকূর। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে মুহাম্মাদ ও ইসলামী জাগরণী পরিবেশন করে আফতাবুদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন যেলা সোনামণি’র সহ-পরিচালক আব্দুল হালীম।