গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইস. ইতিহাস বিষয়ক)-এর সঠিক উত্তর

১. হযরত আদম (আঃ)।       

২. হযরত আদম (আঃ)-এর।

৩. ৬০ হাত।                    

৪. হযরত ঈসা (আঃ)।

৫. হযরত নূহ (আঃ)।

৬. হযরত মুহাম্মাদ (ছাঃ)-এর। মু‘জেযা হচ্ছে আল-কুরআন।

৭. হযরত আইয়্যূব (আঃ)।    

৮. হযরত সুলায়মান (আঃ)।

৯. হযরত যাকারিয়া ও ইয়াহইয়া (আঃ)।

১০. হযরত দাউদ (আঃ)।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (মানব দেহ বিষয়ক)-এর সঠিক উত্তর

১. ১৪টি।              ২. ২২টি।            

৩. ২৫টি।                         ৪. ৬টি।              

৫. ৭২টি।                         ৬. ২টি।

৭. চামড়া।                        ৮. লিভার।

৯. রক্তের কোষ।                ১০. ডিম সেল (ডিম্ব)।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (সীরাত বিষয়ক)

১. আমাদের নবীর মূল নাম এবং তাঁর পিতা-মাতা ও দাদার নাম কি?

২. রাসূলের দুধমাতার নাম কি?

৩. আমাদের নবীর মোট কয়টি নাম রয়েছে এবং সেগুলো কি কি?

৪. রাসূল (ছাঃ) কোথায়, কখন জন্মলাভ করেন?

৫. জন্মের পর কে তাঁর লালন-পালনের দায়িত্বভার গ্রহণ করেন?

৬. রাসূলুল্লাহ (ছাঃ)-এর নাম মুহাম্মাদ রাখেন কে?

৭. কত বছর বয়সে নবীর পিতা-মাতা মৃত্যুবরণ করেন?

৮. নবীজীর কত বছর বয়সে তাঁর দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করেন?

৯. দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করার পর কে তাঁর লালন-পালনের দায়িত্ব নেন?

১০. নবী করীম (ছাঃ) কত বছর বয়সে চাচা আবু তালেবের সাথে শাম দেশ (সিরিয়া) সফর করেন?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (মানবদেহ বিষয়ক)

১. মানুষের দেহের ছোট হাড় কোনটি?

২. মানব দেহের সর্বাধিক ধমনী কি?

৩. আমাদের দেহের রক্তে কি পরিমাণ লবণ রয়েছে?

৪. হৃদপিন্ড দৈনিক কতবার আমাদের দেহে রক্ত ঘুরিয়ে ফিরিয়ে প্রবাহিত করে?

৫. আমাদের চোখের একটি পাপড়ি কত দিন বেঁচে থাকে এবং তারপর নিজেই ঝরে পড়ে?

৬. আমাদের চোখের ওপর ভ্রূতে কতটি লোম আছে?

৭. কতগুলি নার্ভ সেল নিয়ে আমাদের দেহ গঠিত?

৮. মানুষ কিভাবে হাঁচি দিতে পারে না?

৯. পাথর থেকে মানুষের দেহের হাড় কত গুণ বেশী শক্তিশালী?

১০. খাবার খাওয়ার পর সে খাবারের স্বাদ আমাদের মুখে কত দিন পর্যন্ত থাকে?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বখশী বাযার, ঢাকা।

সোনামণি সংবাদ

ডাকবাংলা বাযার, ঝিনাইদহ ১৪ই মে মঙ্গলবার : অদ্য বাদ যোহর যেলার সদর থানাধীন ডাকবাংলা বাযার আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ আসাদুয্যামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আলতাফ হোসাইন, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার ইয়াকূব হোসাইন ও সাধারণ সম্পাদক রবীউল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন ও সাতক্ষীরা যেলা সভাপতি মুজাহিদুর রহমান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি হাফেয মুরসালিন ও ইসলামী জাগরণী পরিবেশন  করে মুহাম্মাদ ইবাদুল ইসলাম।

রায়দৌলতপুর দক্ষিণপাড়া, কামারখন্দ, সিরাজগঞ্জ ২৩শে মে বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলার কামারখন্দ থানাধীন রায়দৌলতপুর দক্ষিণপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুল মতীন, ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ ওয়াসিম, ‘সোনামণি’র পরিচালক আহমাদ হোসাইন ও সহ-পরিচালক মুহাম্মাদ রাসেল মাহমূদ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ নীরব ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ সাজিদুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘সোনামণি’র সাবেক পরিচালক মুহাম্মাদ আব্দুল ওয়ারেছ।

দক্ষিণ ছয়ঘরিয়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ২৫শে মে শনিবার : অদ্য সকাল ১০-টায় যেলার গোবিন্দগঞ্জ উপযেলাধীন দক্ষিণ ছয়ঘরিয়া কছীরুউদ্দীন দারুলহুদা সালাফিইয়াহ হাফেযিয়া মাদ্রাসা ও ইয়াতীমখানার উদ্দ্যোগে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘সোনামণি’র পরিচালক হাফেয ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীকের সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কবীরুল ইসলাম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আমীনুল ইসলাম ও ইসলামী জাগরণী পরিবেশন করে আব্দুল কাদের।

রসূলপুর কুমেদপুর, গোদাগাড়ী, রাজশাহী ২৬শে মে রবিবার : অদ্য সকাল ৮-টায় যেলার গোদাগাড়ী উপযেলাধীন রসূলপুর কুমেদপুর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের খত্বীব ও মক্তবের শিক্ষক মুহাম্মাদ আব্দুল জববারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মায়মূনা খাতূন ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ মা‘রূফ হোসাইন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক মুহাম্মাদ রূহুল আমীন।

বামুন্দী, গাংনী, মেহেরপুর ২৬শে মে রবিবার : অদ্য সকাল ৮-টায় যেলার গাংনী থানাধীন বামুন্দী বাযার আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সভাপতি মুহাম্মাদ জালালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মাদ হাবীবুর রহমান মীযান। অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ তানভীরুল ইসলাম ও ইসলামী জাগরণী পরিবেশন করে আরাফাত হোসাইন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র মসজিদের খতীব ও যেলা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ ইয়াকূব আলী।

জামনগর ঘোষপাড়া, বাগাতিপাড়া, নাটোর ২৭শে মে সোমবার : অদ্য বাদ যোহর যেলার বাগাতিপাড়া থানাধীন জামনগর ঘোষপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলীর সভাপতিত্বে  অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ ও সোনামণি মারকায এলাকার সাবেক


সহ-পরিচালক আব্দুল্লাহ আল-মামূন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক মুহাম্মাদ কামারুয্যামান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ তামীম আহমাদ ও ইসলামী জাগরণী পরিবেশন করে মারিয়াম খাতূন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ রাসেল রানা।

ফুলতলা, বোদা, পঞ্চগড় ২৮শে মে মঙ্গলবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় যেলার বোদা উপযেলাধীন ফুলতলা কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাভাপতি ও ফুলতলা সোনামণি একাডেমীর প্রতিষ্ঠানের পরিচালক আমীনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুররুল হুদা ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা ইদ্রীস আলম ও আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ মেহেদী হাসান, অর্থসহ হাদীছ পাঠ করে পারভেজ হাসান রিফাত ও ইসলামী জাগরণী পরিবেশন করে আম্বিয়া খাতূন।

বনগাঁও, হরিপুর, ঠাকুরগাঁও ২৯শে মে বুধবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় যেলার হরিপুর উপযেলাধীন বনগাঁও ইসলামিক একাডেমীতে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি যিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ ছিয়াম ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ রিযওয়ান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শামীম আহমাদ।






আরও
আরও
.