গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)-এর সঠিক উত্তর

১. আয়াতুল কুরসী (সূরা বাক্বারাহ ২৫৫ নং আয়াত)।

২. আয়াতুল কুরসী।

৩. সূরা মুলক।

৪. সূরা ইখলাছ।

৫. সূরা ইখলাছ।

৬. সূরা কাফেরূন।

৭. সূরা কাহাফ।

৮. সূরা কাহাফের প্রথম দশটি আয়াত।

৯. সূরা সাজদা ও দাহার।

১০. সূরা আ‘লা ও গাশিয়া।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (ভাষা বিষয়ক)-এর সঠিক উত্তর

১. ধ্বনি। ২. ধ্বনি। ৩. বর্ণ। ৪. বর্ণ। ৫. বাক্য।

৬. শব্দ।৭. শব্দ। ৮. শব্দ। ৯. ধ্বনি। ১০. বাক্য।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)

১. পবিত্র কুরআন কত বছরে নাযিল হয়?

২. মুহাম্মাদ (ছাঃ)-এর নাম কুরআনে কত স্থানে উল্লেখিত হয়েছে?

৩. পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন আয়াত নাযিল হয়?

৪. পবিত্র কুরআনের কোন আয়াতটি সর্বশেষ নাযিল হয়?

৫. পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গরূপে নাযিল হয়?

৬. পবিত্র কুরআন প্রথম যুগে কিভাবে সংরক্ষিত ছিল?

৭. সর্বপ্রথম কে কুরআন একত্রিত করেন?

৮. কোন ছাহাবীকে কুরআন একত্রিত করার দায়িত্ব দেয়া হয়েছিল?

৯. কার পরামর্শে এই কুরআন একত্রিত করণের কাজ শুরু হয়?

১০. রাসূলুল্লাহ্ (ছাঃ)-এর ওহী লেখক কে কে ছিলেন?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ বিষয়ক)

১. প্রকৃতির কন্যা বলা হয় কাকে?

২. সূর্যকন্যা বলা হয় কোন সমুদ্র সৈকতকে?

৩. সূর্যকন্যা বলা হয় কোন গাছকে?

৪. পাহাড়ী কন্যা বলা হয় কোন যেলাকে?

৫. হিমালয়ের কন্যা বলা হয় কোন যেলাকে?

৬. বাংলাদেশের শীতল পানির ঝরণা কোথায় অবস্থিত?

৭. বাংলাদেশের গরম পানির ঝরণা কোথায় অবস্থিত?

৮. বাংলাদেশের একমাত্র জলপ্রপাতের নাম কী?

৯. মাধবকুন্ডে বর্তমানে কী স্থাপন করা হয়েছে?

১০. কোন গাছকে সাগের গাছ বলা হয়?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বংশাল, ঢাকা।

সোনামণি সংবাদ

শাখারীপাড়া, নলডাঙ্গা, নাটোর ৪ঠা এপ্রিল শুক্রবার : অদ্য সকাল ১১-টায় যেলার নলডাঙ্গা থানাধীন শাখারীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ, আল-‘আওনের সভাপতি ডা. আব্দুল মতীন, সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদ, অর্থ সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম ও সমাজকল্যাণ সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আবুল্লাহ আল-মুহীত ও ইসলামী জাগরণী পরিবেশন করে শাহীনুল ইসলাম।

পশ্চিম মালিপাড়া, বড়াইগ্রাম, নাটোর ২৪শে মে বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার বড়াইগ্রাম থানাধীন পশ্চিম মালিপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম, সহ-পরিচালক আবু হানীফ ও আল-‘আওনের সমাজকল্যাণ সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ আযীমুদ্দীন ও ইসলামী জাগরণী পরিবেশন করে শরীফুল ইসলাম।

মাদারবাড়িয়া, পাবনা ২৫শে মে শুক্রবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন মাদারবাড়িয়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম, সহ-পরিচালক আবু হানীফ ও আল-‘আওনের সমাজকল্যাণ সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ আব্দুল্লাহ ও ইসলামী জাগরণী পরিবেশন করে আবু ছালেহ।

কালদিয়া, বাগেরহাট ২৬শে মে শনিবার : অদ্য বাদ আছর কালদিয়া আল-মারকাযুল ইসলামী মাদরাসা ও ইয়াতীমখানা সংলগ্ন জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আববাসুদ্দীন ইলিয়াস। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত ও ইসলামী জাগরণী পরিবেশন করে সোনামণি ফিরদাউস মাঝি। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা সোনামণি পরিচালক হারূণুর রশীদ।

বাঁকাল, সাতক্ষীরা ২৭শে মে রবিবার : অদ্য বেলা ১১-টায় বাঁকালস্থ দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ কমপ্লেক্স জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘সোনামণি’র পরিচালক আব্দুল্লাহ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুছ ছামাদ, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূন ও সদর উপযেলার সোনামণি সহ-পরিচালক শরীফুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আব্দুল্লাহ ছাকিব ও ইসলামী জাগরণী পরিবেশন করে আব্দুল মুনঈম।






আরও
আরও
.