১. ছিফ্ফীনের যুদ্ধ।
২. ছিফ্ফীনের যুদ্ধ, উষ্ট্রের যুদ্ধ ও নাহরাওয়ানের যুদ্ধ।
৩. আয়েশা (রাঃ)।
৪. হুদায়বিয়ার সন্ধি (৬২৮ খ্রিঃ)।
৫. তাবুক যুদ্ধে আবুবকর ছিদ্দীক (রাঃ) এবং ওমর ফারূক (রাঃ)।
৬. নূহু (আঃ); ৯৫০ বছর।
গত সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ)-এর সঠিক উত্তর
১. উলুকা; এটা দেখেই বিজ্ঞানীরা ট্রেন তৈরী করেন।
২. ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে।
৩. লাক্ষ্যা দ্বীপে।
৪. চিনের ফুজিয়ানা প্রদেশের ওয়াং দেং নামক ব্যক্তির তিনটি চোখ আছে।
৫. মিঃ ডব্লিউ দাহা বন্দর নায়েক, শ্রীলংকা।
৬. পূর্ব তিমুরে তুলা গাছের মত এক প্রকার গাছ আছে, যা কাটলে মধু বের হয়।
৭. চীন দেশ।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)
১. কোন ছাহাবী সর্বপ্রথম প্রকাশ্যে হিজরত করেছিলেন?
২. কোন ছাহাবীর উপাধি ছিল সাইফুল্লাহ বা আল্লাহর তরবারী।
৩. কোন ছাহাবী সর্বপ্রথম আল্লাহর পথে তীর নিক্ষেপ করেন?
৪. সর্বপ্রথম কোন ছাহাবীকে বায়তুল মালের দায়িত্ব প্রদান করা হয়?
৫. কোন ছাহাবীর উপাধি ছিল এ ‘উম্মতের আমানতদার’।
৬. কোন খলীফা সর্বপ্রথম আমীরুল মুমিনীন উপাধিতে ভূষিত হন?
৭. রাসূলুল্লাহ (ছাঃ)-এর মদীনায় হিজরতের পর সর্বপ্রথম জন্ম গ্রহণকারী শিশুর নাম কি?
৮. আবুবকর ও আবদুল্লাহ বিন যুবাইর (রাঃ)-এর মাঝে সম্পর্ক কি?
৯. কোন ছাহাবী হিজরী সন প্রবর্তন করেন?
১০. কোন ছাহাবী সর্বপ্রথম নিহত হওয়ার পূর্বে দু’রাকা‘আত ছালাতের প্রচলন করেন?
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ)
১. ফরিদপুরের পুরাতন নাম কি?
২. কক্সবাজারের পুরাতন নাম কি?
৩. সিলেটের পুরাতন নাম কি?
৪. মুজিবনগরের পুরাতন নাম কি?
৫. ফেনীর পুরাতন নাম কি?
৬. জামালপুরের পুরাতন নাম কি?
৭. গাইবান্ধার পুরাতন নাম কি?
৮. চট্টগ্রামের পুরাতন নাম কি?
৯. বরিশালের পুরাতন নাম কি?
১০. শাহবাগের পুরাতন নাম কি?
সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম
বংশাল, ঢাকা।
সোনামণি সংবাদ
হড়গ্রাম, রাজপাড়া, রাজশাহী ১০ই জুন শুক্রবার : অদ্য সকাল ৯-টায় হড়গ্রাম আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম আব্দুল্লাহিল কাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি সাবেক কেন্দ্রীয় পরিচালক ড. শিহাবুদ্দীন আহমাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম।
ঝিনাইদহ ১২ই জুন রবিবার : অদ্য দুপুর ১২-টায় ছোট ভাদ্রা আহলেহাদীছ জামে মসজিদে অতঃপর একই যেলাধীন ছোট কামারকুন্ডুতে বিকাল ৪-টায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র যেলা সোনামণি পরিচালক আসাদুযযামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম।
বামুন্দী, গাংনী, মেহেরপুর ১৪ই জুন মঙ্গলবার : অদ্য সকাল ১০-টায় বামুন্দী বাজার আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’১৬ উপলক্ষে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মেহেরপুর যেলার সহ-সভাপতি আলহাজ্জ হাসানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অত্র যেলা সোনামণি পরিচালক সা‘দ আহমাদ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র মা‘ছূম বিল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র যেলা সোনামণি সহ-পরিচালক ইয়া‘কূব আলী।
কোরপাই-কাকিয়ারচর, বুড়িচং, কুমিল্লা ১৬ই জুন বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় কোরপাই-কাকিয়ারচর ফাযিল মাদরাসা সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’১৬ উপলক্ষে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ জামীলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুস্তাকীম আহমাদ। অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ পেশ করেন অত্র যেলা সোনামণি পরিচালক মাওলানা আতীকুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা সোনামণি সহ-পরিচালক আমীর হুসাইন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি সাজেদা খাতুন ও ইসলামী জাগরণী পরিবেশন করে আনিকা আখতার। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র যেলা ‘যুবসংঘ’-এর তাবলীগ সম্পাদক আব্দুস সাত্তার।
বড়কুড়া, কামারখন্দ, সিরাজগঞ্জ ১৬ই জুন বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় বড়কুড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুর্তযার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অনুষ্ঠানে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম ১৭ই জুন শুক্রবার : অদ্য সকাল ১১-টায় মহানগরীর উত্তর পতেঙ্গা হোসেন আহমাদ পাড়া বায়তুর রহমান আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্সে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চট্টগ্রাম সাংগঠনিক যেলার সভাপতি ডা. শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুস্তাকীম আহমাদ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আয়েশা ও ইসলামী জাগরণী পরিবেশন করে মারূফ হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম সেলিম আহমাদ।