১. কোন কোন ছাহাবী তাবূক যুদ্ধে অংশ নেয়া থেকে বিরত ছিলেন?
২. কোন ছাহাবী দো‘আ করলেই আল্লাহ কবুল করতেন?
৩. জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন ছাহাবীর মধ্যে সবশেষে কার মৃত্যু হয়?
৪. কোন ছাহাবী নবী করীম (ছাঃ)-এর মামা ছিলেন?
৫. কোন ছাহাবীকে নবী করীম (ছাঃ)-এর কবি বলা হ’ত?
৬. কোন ছাহাবী সম্পর্কে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, আমার উম্মতের মধ্যে হালাল-হারাম সম্পর্কে সর্বাধিক অবগত?
৭. বদর যুদ্ধে কার তরবারী ভেঙ্গে গেলে রাসূলুল্লাহ (ছাঃ) তার হাতে একটি ডাল তুলে দেন এবং ডালটি তরবারির কাজ করে?
৮. কোন ছাহাবী সম্পর্কে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, তুমি দুনিয়া ও আখেরাতে আমার ভাই।
৯. কোন ছাহাবীকে নবী করীম (ছাঃ) মক্কা বিজয়ের পূর্বে ওমরা করার অনুমতি দেন? তিনি প্রকাশ্যে তালবিয়া পড়ে মক্কায় প্রবেশ করেন। কিন্তু মুশরিকরা বাধা দেয়ার সাহস পায়নি।
১০. সর্বপ্রথম কোন ছাহাবী রাসূল (ছাঃ)-কে ইসলামী অভিভাদন সালাম জানায়?





আরও
আরও
.