গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন)-এর সঠিক উত্তর

১. ৩৭টি।

২. সূরা কাওছারে।

৩. সূরা কাফিরূণে।

৪. সূরা বারাআত বা তওবায়।

৫. ৫টি।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (দৈনন্দিন বিজ্ঞান)-এর সঠিক উত্তর

১. জীবন।

২. পানির নিজস্ব কোন রং নেই।

৩. নীচের দিকে গড়িয়ে যাওয়া।

৪. কঠিন, তরল ও বায়বীয়।

৫. অক্সিজেন ও হাইড্রোজেনের সংমিশ্রণে।

চলতি মাসের সাধারণ জ্ঞান (ইসলামী)

১. কোন নবীর ছেলেকে কুফরীর কারণে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন?

২. কোন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন?

৩. বছরের কোন মাসে দান করলে বেশী ছওয়াব পাওয়া যায়?

৪. রাসূলুল্লাহ (ছাঃ)-এর পত্র ছিঁড়ে ফেলার কারণে কোন বাদশাহর রাজত্ব আল্লাহ ধ্বংস করে দেন?

৫. কোন বাদশাহ রাসূলুল্লাহ (ছাঃ)-এর পত্র পেয়ে ইসলাম গ্রহণ করেন?

সংগ্রহে : মুহাম্মাদ ইবরাহীম

রসূলপুর, কামারখন্দ, সিরাজগঞ্জ।

চলতি মাসের সাধারণ জ্ঞান (উদ্ভিদ জগৎ)

১. বৃহত্তম বীজ কি?

২. ক্ষুদ্রতম বীজ হ’তে বৃহত্তম বৃক্ষ কি?

৩. রাতের আগমনে কোন গাছের পাতা মৃতবৎ হয়ে যায়?

৪. স্পর্শ মাত্র কোন গাছের পাতা সংকুচিত হয়ে যায়?

৫. কোন গাছের পাতার কিনারা হ’তে গাছের জন্ম হয়?

সংগ্রহে : আতাউর রহমান

সন্ন্যাসবাড়ী, বান্দাইখাড়া, নওগাঁ

সোনামণি সংবাদ

পাঁচদোনা, নরসিংদী ২১ জুলাই শনিবার : অদ্য সকাল ১০-টায় পাঁচদোনা আহলেহাদীছ জামে মসজিদে এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি কাযী মুহাম্মাদ আমীনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুস সাত্তার, যেলা ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক হাফেয অহীদুযযামান, যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি আব্দুল্লাহ বিন ইসহাক ও সোনামণি যেলা পরিচালক আব্দুল্লাহ মুহাম্মাদ ইসহাক। অনুষ্ঠান পরিচালনা করেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ দেলোয়ার হোসাইন।

নাছিরাবাদ, খিলগাঁও, ঢাকা ২১ জুলাই শনিবার : অদ্য সকাল ৭-টায় নাছিরাবাদ আহলেহাদীছ জামে মসজিদে এক বিশেষ ‘সোনামণি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জনাব জসীমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন সোনামণি শাখা পরিচালক হাফেয মাকছূদুর রহমান।

মেন্দিপুর, গাবতলী, বগুড়া ২২ জুলাই সোমবার :  অদ্য সকাল ১০-টায় মেন্দিপুর সালাফিয়া মাদরাসায় এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বগুড়া যেলার সভাপতি ও যেলা ‘সোনামণি’র প্রধান উপদেষ্টা আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘সোনামণি’ বগুড়া যেলার  পরিচালক অব্দুস সালাম।

কোরপাই, কুমিল্লা ২২ জুলাই সোমবার : অদ্য সকাল ১০-টায় কোরপাই কাকিয়ার চর সিনিয়র মাদরাসায় এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি জামীলুর রহমান, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা শরাফাত আলী। অনুষ্ঠান পরিচালনা করেন ‘সোনামণি’ যেলা পরিচালক মুহাম্মাদ আতীকুল ইসলাম।

ধারাইকান্দা, ছয়ঘরিয়া, গাইবান্ধা ২৩ জুলাই মঙ্গলবার :  অদ্য সকাল ৮-টায় দক্ষিণ ছয়ঘরিয়া ফছীহুদ্দীন হাফেযিয়া মাদরাসায় এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মাদরাসার প্রধান শিক্ষক হাফেয ওবাইদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি সিরাজগঞ্জ যেলার পরিচালক অব্দুল মুমিন। অনুষ্ঠান পরিচালনা করেন সোনামণি গাইবান্ধা যেলার পরিচালক ওবাইদুল্লাহ।

ইকুরিয়া, ধামরাই, ঢাকা ২৪ জুলাই বুধবার : অদ্য সকাল ৭-টায় ইকুরিয়া আহলেহাদীছ জামে মসজিদে এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় মুরববী আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন শাখা সোনামণির সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাছরুল্লাহ।

জলাইডাঙ্গা, মিঠাপুকুর, রংপুর ২৪ জুলাই বুধবার :  অদ্য সকাল ১০-টায় যেলার মিঠাপুকুর থানাধীন জলাইডাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি ও যেলা সোনামণি-এর উপদেষ্টা আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি সিরাজগঞ্জ যেলার পরিচালক আব্দুল মুমিন। অনুষ্ঠান পরিচালনা করেন সোনামণি রংপুর যেলার পরিচালক আলমগীর হোসাইন।

কদমতলা, সাতক্ষীরা ২৪ জুলাই বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর কদমতলা আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি সাতক্ষীরা সদর উপযেলার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর সাতক্ষীরা সদর উপযেলার সাধারণ সম্পাদক মুযাফফর রহমান, ‘সোনামণি’ সাতক্ষীরা যেলার সহ-পরিচালক মুছত্বফা মাহমূদ, সাবেক সহ-পরিচালক ইসরাঈল হোসেন, সদর উপযেলার সহ-পরিচালক মুহাম্মাদ আব্দুল্লাহ ফাহাদ ও অত্র মসজিদের সভাপতি ডাঃ মুহাম্মাদ মীযানুর রহমান।

শালমারা, ভেলাবাড়ী, লালমণিরহাট ২৫ জুলাই বৃহস্পতিবার: অদ্য সকাল ৯-টায় ভেলাবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ও যেলা সোনামণি’র উপদেষ্টা আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি সিরাজগঞ্জ যেলার পরিচালক অব্দুল মুমিন। অনুষ্ঠান পরিচালনা করেন সোনামণি লালমণিরহাট সাংগঠনিক যেলার পরিচালক মনছূর আলী।

গড়েরডাঙ্গা, তালা, সাতক্ষীরা ২৫ জুলাই শুক্রবার : অদ্য সকাল ১০-টায় গড়েরডাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে ‘সোনামণি’ তালা উপযেলার উদ্যোগে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘সোনামণি’ পরিচালক মুহাম্মাদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র যেলা সহ-পরিচালক মুহাম্মাদ অলীউর রহমান, ‘আন্দোলন’-এর এলাকা দায়িত্বশীল আব্দুল্লাহ আল-মামূন, শাখা পরিচালক আব্দুর রহীম প্রমুখ।

কমরগ্রাম, জয়পুরহাট ২৭ জুলাই শনিবার : অদ্য সকাল ৯-টায় কমরগ্রাম উত্তরপাড়া ওয়াক্তিয়া মসজিদে এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জয়পুরহাট যেলার সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল-হেরা শিল্পী গোষ্ঠীর প্রধান ও যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক শফীকুল ইসলাম, যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি আমীনুল ইসলাম, সহ-পরিচালক ফিরোয হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন যেলা পরিচালক মোনায়েম হোসাইন।

সোনামণি অভিভাবক সমাবেশ ২০১৩

মঠবাড়ী, তালা, সাতক্ষীরা ২৫ জুলাই শুক্রবার : অদ্য বাদ আছর মঠবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে ‘সোনামণি’ সাতক্ষীরা যেলার উদ্যোগে এক ‘সোনামণি অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়। যেলা পরিচালক মুহাম্মাদ হাফীযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক মুহাম্মাদ অলীউর রহমান, আব্দুর রহীম, অত্র শাখার পরিচালক মুহাম্মাদ যুলফিকার আলী, সহ-পরিচালক আলী হোসেন, আব্দুর রাকীব, আব্দুল্লাহ আল-মামূন প্রমুখ। সমাবেশে প্রায় দেড় শতাধিক সোনামণি ও অর্ধ শতাধিক অভিভাবক ও সুধী উপস্থিত ছিলেন।

আমরা সোনামণি

মুহাম্মাদ শহীদুল্লাহ

নলত্রী, পানিহার, গোদাগাড়ী, রাজশাহী।

আমরা সোনামণি

সদা রাসূলের আদর্শ মানি।

মোরা ছড়িয়ে দেব সারা বিশ্বে

কুরআন-হাদীছের বাণী।

আছে যত অন্যায় আর কুসংস্কার

দূর করিব সকল মিথ্যা অনাচার।

মোরা ঘুচাব সব অাঁধার কালো

জ্বালাব বিশ্বে অহি-র আলো।

শিরক-বিদ‘আতের যত দ্বার

মোরা ভেঙ্গে সব করব চুরমার।

কুরআন ও ছহীহ হাদীছ দ্বারা

দ্বীন প্রচার করব মোরা

ছড়াব না কভু অন্যের বাণী।






আরও
আরও
.