গত সংখ্যার সাধারণ জ্ঞান  (সীরাত বিষয়ক)-এর সঠিক উত্তর

১. নারীদের মধ্যে খাদীজা (রাঃ), পুরুষদের মধ্যে আবু বকর (রাঃ), বালকদের মধ্যে আলী (রাঃ) এবং ক্রীতদাসদের মধ্যে যায়েদ বিন হারেছা (রাঃ)।

২. রাসূল (ছাঃ)-এর চাচা আবু তালেব।

৩. নবুঅতের ৫ম বর্ষে সর্বপ্রথম মুসলমানগণ হাবশায় (বর্তমানে আফ্রিকার ইথিউপিয়ায়) হিজরত করেন।

৪. ৮৩ জন পুরুষ ও ১৯ জন নারী ছিলেন।

৫. কারণ সেখানকার বাদশাহ নাজ্জাশী ন্যায়পরায়ণ ও দয়ালু ছিলেন।

৬. নবুঅতের ৭ম থেকে ১০ম বছর পর্যন্ত ৩ বছর শি‘আবে আবী তালেবে নবী করীম (ছাঃ)-কে বয়কট করে রাখা হয়েছিল।

৭. নবুঅতের ১০ম বছরকে। সে বছর তাঁর স্ত্রী খাদীজা (রাঃ) ও রাসূলকে সাহায্যকারী আবু তালেব মৃত্যুবরণ করেন। আর তখন থেকেই তাঁর প্রতি নেমে আসে অবর্ণনীয় নির্যাতন।

৮. আবু লাহাব, আবু জাহল, ওক্ববা বিন আবী মু‘আইত্ব, ওতবা, শায়বা ও উমাইয়া বিন খালাফ।

৯. কাফেরের নাম আবু লাহাব। সূরাটির নাম লাহাব বা মাসাদ।

১০. নবুঅতের ১০ম বছরে।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (মানব দেহ বিষয়ক)-এর সঠিক উত্তর

১. অক্সিজেনবাহী রক্ত।           ২. চার প্রকোষ্ঠ বিশিষ্ট।

৩. ৫-৬ দিন।                    ৪. ১০ দিন।

৫. রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া।

৬. ল্যান্ড স্টিনার।     ৭. যকৃতে।            ৮. ডায়াফ্রাম।

৯. নেফরন।           ১০. এমোনিয়া।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (সীরাত বিষয়ক)

১. আক্বাবার প্রথম বায়‘আত কখন অনুষ্ঠিত হয়?

২. আক্বাবার প্রথম বায়‘আতে কোন গোত্র থেকে কতজন লোক অংশ নিয়েছিলেন?

৩. আক্বাবার দ্বিতীয় বায়‘আত কখন অনুষ্ঠিত হয়?

৪. এই বায়‘আতে কতজন লোক অংশ নিয়েছিলেন?

৫. নবী করীম (ছাঃ) নবুঅতের কত বছর মক্কায় অতিবাহিত করেন?

৬. নবী করীম (ছাঃ) কত বছর মদীনায় কাটান?

৭. কখন নবী করীম (ছাঃ)-কে হিজরতের অনুমতি দেওয়া হয়?

৮. নবী করীম (ছাঃ) কখন মক্কা ছেড়ে মদীনায় হিজরত করেন?

৯. হিজরতের পূর্বে নবী করীম (ছাঃ) কাকে তাঁর বিছানায় শায়িত রেখে গিয়েছিলেন?

১০. হিজরতের সময় নবী করীম (ছাঃ)-এর সফর সঙ্গী কে ছিলেন? 

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (মানব দেহ বিষয়ক)

১. একজন সুস্থ মানুষ ২৪ ঘণ্টায় কতবার শ্বাস-প্রশ্বাস নেয়?

২. পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিন্ড দিনে কত লিটার রক্ত পাম্প করে?

৩. মানুষ প্রতিরাতে গড়ে কত মিনিট স্বপ্ন দেখে?

৪. একজন সুস্থ মানুষের হৃৎপিন্ড দিনে কত বার স্পন্দিত হয়?

৫. মানুষের মগজের কি পরিমাণ কোষ কোন না কোন কাজ করে?

৬. মাথার চুল দিনে গড়ে কতটুকু বাড়ে?

৭. সকালের তুলনায় সন্ধ্যায় উচ্চতা কতটুকু হ্রাস পায়?

৮. মানব শরীরে কতটুকু পানি ও কার্বন রয়েছে?

৯. একজন মানুষের চামড়ার ওপর কি পরিমাণ লোমকূপ রয়েছে?

১০. মানুষের মস্তিষ্ক কি পরিমাণ গন্ধ বুঝতে পারে?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বখশী বাজার, ঢাকা।

সোনামণি সংবাদ

গোছা বাযার, মোহনপুর, রাজশাহী ১৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য সকাল ৭-টায় যেলার মোহনপুর উপযেলাধীন গোছা বাযার হাফেযিয়া মাদ্রাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গোছা এলাকার সভাপতি মাওলানা সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও হাবীবুর রহমান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি নাঈমুল ইসলাম ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ তাজুদ্দীন আহমাদ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি আফাযুদ্দীন।

সাগরামপাড়া, গোদাগাড়ী, রাজশাহী ১৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় যেলার গোদাগাড়ী উপযেলাধীন আইহাই (সাগরামপাড়া) উম্মুল কুরা সালাফিইয়াহ মাদ্রাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক তোফায্যল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘সোনামণি’র পরিচালক ইমাম হোসাইন, সাগরামপাড়া শাখা পরিচালক ডা. আব্দুল মতীন ও অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবুল কালাম আযাদ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মাহবূবুর রহমান ও ইসলামী জাগরণী পরিবেশন করে বুরহান আলী।

মাদারটেক, সবুজবাগ, ঢাকা ২৪শে সেপ্টেম্বর মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব রাজধানীর সবুজবাগ থানাধীন মাদারটেক আহলেহাদীছ হাফিযিয়া মাদ্রাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ আনীসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন অত্র মাদ্রাসার শিক্ষক হাফেয মুহাম্মাদ আব্দুল্লাহ ও মামূনুর রশীদ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আনাস বিন আনীস ও ইসলামী জাগরণী পরিবেশন করে আব্দুল আউয়াল।

ইটাখুর, নবাবগঞ্জ, দিনাজপুর ৫ই অক্টোবর শনিবার : অদ্য সকাল ৭-টায় যেলার নবাবগঞ্জ উপযেলাধীন ইটাখুর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ মাকবূল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম।

নওদাপাড়া, রাজশাহী ৭ই অক্টোবর সোমবার : অদ্য বাদ আছর মহানগরীর নওদাপাড়াস্থ দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদে সোনামণি আল-মারকাযুল ইসলামী আস-সালাফী এলাকার উদ্যোগে সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯-এর শাখা পর্যায়ের বাছাই পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মারকায এলাকা ‘সোনামণি’ পরিচালক আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত ও ‘সোনামণি’র প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও সহ-পরিচালক রবীউল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আবরার হোসাইন ও ইসলামী জাগরণী পরিবেশন করে আব্দুল্লাহ আল-ফাহাদ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘সোনামণি’ মারকায এলাকার সহ-পরিচালক ইমরুল কায়েস।






আরও
আরও
.