গত সংখ্যার সাধারণ জ্ঞান (ক্বিয়ামত বিষয়ক)-এর সঠিক উত্তর
১. শুক্রবার।
২. দাজ্জালের আগমন, ঈসা (আঃ)-এর আগমন ও পশ্চিম দিক থেকে সূর্যোদয়।
৩. বিদ‘আতীদেরকে। ৪. আমল ও আমলনামা।
৫. মুওয়াযযিনদের। ৬. ন্যায়বিচারকগণ।
৭. যোহর ও আছরের মধ্যবর্তী সময়কালের সমান।
৮. যে ব্যক্তি আযানের পরে দরূদ ও নির্দিষ্ট দো‘আ পড়ে।
৯. পায়ের নলা দেখে। ১০. এক মাইল বরাবর।
গত সংখ্যার সাধারণ জ্ঞান (মানব দেহ বিষয়ক)-এর সঠিক উত্তর
১. গ্লাইকোজেন রূপে।
২. দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা।
৩. প্যারা থরমোন। ৪. অ্যাড্রনালিন।
৫. টেস্টোস্টেরন। ৬. অ্যালডোস্টেরন।
৭. অস্থিতে। ৮. ক্ষুদ্রান্তে
৯. ৭২। ১০. ২৪ টি
চলতি সংখ্যার ইসলামী জ্ঞান (ক্বিয়ামত বিষয়ক)
১. ক্বিয়ামতের সর্বশেষ নিদর্শন কি?
২. ক্বিয়ামতে শাফা‘আত করার শর্তাবলী কি কি?
৩. ক্বিয়ামতের দিন মানুষের ঘাম মাটির নীচে কতদূর পর্যন্ত পৌঁছবে?
৪. ক্বিয়ামতের দিন আল্লাহ তা‘আলা কাদের দিকে তাকাবেন না?
৫. ক্বিয়ামতের সময় সর্বপ্রথম কবর থেকে পুনরুত্থিত হবেন কে?
৬. ক্বিয়ামতের দিন শিঙ্গায় ফুৎকার দেওয়া হ’লে কোন নবী প্রথম জ্ঞান ফিরে পাবেন কিংবা তিনি অজ্ঞান হবেন না?
৭. ক্বিয়ামতের দিন নারী-পুরুষ সকলে বস্ত্রহীন অবস্থায় উঠবে। সর্বপ্রথম কাকে কাপড় পরানো হবে?
৮. ক্বিয়ামতের দিন আল্লাহর হক বিষয়ক সর্বপ্রথম কিসের হিসাব হবে?
৯. ক্বিয়ামতের দিন বান্দার হক বিষয়ক সর্বপ্রথম কিসের হিসাব হবে?
১০. ক্বিয়ামতের দিন আল্লাহর নে‘মত বিষয়ক সর্বপ্রথম কিসের হিসাব হবে?
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (মানব দেহ বিষয়ক)
১. ধমনী শেষ হয় কোথায়?
২. মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে?
৩. মস্তিষ্কে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সরবরাহ করা হয়?
৪. পরিপাকতন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্ফিত অংশের নাম কি?
৫. কোন জিনিস পিত্তের বর্ণের জন্য দায়ী?
৬. নিউরন কি?
৭. কোন সন্ধিতে সবচেয়ে বেশী Movement হয়?
৮. মানব দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি?
৯. রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কোন রস?
১০. কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়?
সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম
বখশী বাজার, ঢাকা।
সোনামণি সংবাদ
ভুগরইল মধ্যপাড়া, শাহমখদুম, রাজশাহী ৬ই জানুয়ারী সোমবার : অদ্য বাদ আছর যেলার শাহমখদুম থানাধীন ভুগরইল মধ্যপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ মুসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ, মুঈনুল ইসলাম ও মুহাম্মাদ বেলাল হোসাইন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি ফারহানা খাতূন ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ আব্দুল্লাহ।
হড়গ্রাম পূর্ব-শেখপাড়া, রাজপাড়া, রাজশাহী ৯ই জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার রাজপাড়া থানাধীন হড়গ্রাম পূর্ব-শেখপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী সদর সাংগঠনিক যেলার অর্থ সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহিল কাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী সদর সাংগঠনিক যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক খালেদ হাসান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ আব্দুর রহমান ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ মুয্যাম্মিল হক।
ডুমুরিয়া, মোহনপুর, রাজশাহী ১৫ই জানুয়ারী বুধবার : অদ্য সকাল ৭-টায় যেলার মোহনপুর উপযেলাধীন ডুমুরিয়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ মোহনপুর উপযেলার দফতর সম্পাদক মুহাম্মাদ আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ যারীফ ও জাগরণী পরিবেশন করে ফারীহা খাতূন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মৌগাছি এলাকা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ একরামুল হক।
টেমা, মোহনপুর, রাজশাহী ১৫ই জানুয়ারী বুধবার : অদ্য সকাল ৭-টায় যেলার মোহনপুর থানাধীন টেমা আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ ইবরাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘সোনামণি’ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, মারকায এলাকার সূর্যমুখী শাখার সহ-পরিচালক আব্দুল মতীন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আতিয়া খাতূন ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ হোসাইন আলী।
হাট গাঙ্গোপাড়া, বাগমারা, রাজশাহী ১৬ই জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব যেলার বাগমারা থানাধীন হাট গাঙ্গোপড়া হাফিযিয়া মাদ্রাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। হাট গাঙ্গোপাড়া এলাকা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ ও মুঈনুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক মুহাম্মাদ শহীদুল ইসলাম ও হাট গাঙ্গোপাড়া এলাকা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আয়নুল হক, হাট গাঙ্গোপাড়া এলাকা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ রাসেল মাহমূদ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ ইসমাঈল ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ শামসুযযোহা।
খিরশিনটিকর, শাহমখদুম, রাজশাহী ১৬ই জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় যেলার শাহমখদুম থানাধীন খিরশিনটিকর আল-হেরা আহলেহাদীছ মাদ্রাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মুহাম্মাদ মোকাম্মাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ বেলাল হোসাইন ও আবু তাহের। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ বায়েযীদ ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ আবু সুফিয়ান।
কাষ্টনাংলা, বাগমারা, রাজশাহী ১৬ই জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার বাগমারা থানাধীন কাষ্টনাংলা আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সভাপতি ডা. মুমতাযুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ ও মুঈনুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি রিভা খাতূন ও ইসলামী জাগরণী পরিবেশন করে জান্নাতুন নেসা। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র মক্তবের শিক্ষক মুহাম্মাদ তোফায্যল হোসাইন।
ধুরইল, মোহনপুর, রাজশাহী ২১শে জানুয়ারী মঙ্গলবার : অদ্য সকাল ৯-টায় যেলার মোহনপুর থানাধীন ধুরইল হাফিযিয়া মাদ্রাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার শিক্ষক বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ বেলাল হোসাইন ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া এলাকার রজনীগন্ধা শাখা ‘সোনামণি’র সহ-পরিচালক আব্দুল মতীন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ নূরে আলম ছিদ্দীকী ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ মুরসালীন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল বাছীর।
সমসপুুর, বাগমারা, রাজশাহী ২৩শে জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য দুপুর ১২-টায় যেলার বাগমারা থানাধীন সমসপুুর ফোরকানিয়া হাফিযিয়া মাদ্রাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার শিক্ষক হাফেয বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ ও মুঈনুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ আবু তালহা ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ ছালাহুদ্দীন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক মুহাম্মাদ শহীদুল ইসলাম।
বীরকয়া, বাগমারা, রাজশাহী ২৩শে জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার বাগমারা থানাধীন বীরকয়া হাফিযিয়া মাদ্রাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মুহাম্মাদ আলমগীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুঈনুল ইসলাম ও রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক মুহাম্মাদ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুস্তাক্বীম বিল্লাহ ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ রিয়ায।
কোয়ালীয়াপাড়া, বাগমারা, রাজশাহী ২৩শে জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার বাগমারা থানাধীন কোয়ালীয়াপাড়া হাফিযিয়া মাদ্রাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মুহাম্মাদ আরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নরদাশ এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি ক্বারী ইবরাহীম ও কোয়ালীয়াপাড়া শাখা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুজাহিদুল ইসলাম ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ রিযওয়ানুল হক।
দেবীপুর, তানোর, রাজশাহী ২৭শে জানুয়ারী সোমবার : অদ্য বাদ আছর যেলার তানোর থানাধীন দেবীপুর রহমানিয়া মাদ্রাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মাদ আশেক এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও সহ-পরিচালক মুহাম্মাদ বেলাল হোসাইন। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলার ‘সোনামণি’র সহ-পরিচালক লুৎফর রহমান মাস্টার ও আনারুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ আব্দুল্লাহ ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ ইবরাহীম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মুহাম্মাদ মুখতার হোসাইন।
ধানতৈড়, তানোর, রাজশাহী ১লা ফেব্রুয়ারী শনিবার : অদ্য বাদ আছর যেলার তানোর থানাধীন ধানতৈড় আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র শাখা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও মুহাম্মাদ মুঈনুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ রিফাত আলী ও ইসলামী জাগরণী পরিবেশন করে ফারহানা খাতূন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মুহাম্মাদ মুখলেছুর রহমান।
ছোট বেলাইল, বগুড়া ৩রা ফেব্রুয়ারী সোমবার : অদ্য বাদ যোহর যেলা শহরের ছোট বেলাইল আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মশীউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুঈনুল ইসলাম ও ‘আল-‘আওন’-এর সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলা ‘সোনামণি’র পরিচালক হাফেয ওবায়দুল্লাহ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আমীনুল ইসলাম ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ ওবায়দুল্লাহ।
রহনপুর, গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ ৭ই ফেব্রুয়ারী শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর ডাকবাংলা পাড়া আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি চাঁপাই-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পরামর্শ সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অনুষ্ঠান শেষে মুনঈমুল ইসলামকে পরিচালক করে ৫ সদস্য বিশিষ্ট যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।