১. ‘আহলেহাদীছ আন্দোলন’ মেহেরপুর যেলার সাবেক সহ-সভাপতি ও অর্থ সম্পাদক আবু তাহের মাস্টার (৮৭) গত ১৪ই ফেব্রুয়ারী বুধবার সকাল ৬-টা ১০ মিনিটে নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৪ কন্যাসহ বহু সাংগঠনিক সাথী ও আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন বিকাল সাড়ে ৪-টায় তার নিজগ্রাম যেলার গাংনী থানাধীন হাড়াভাঙ্গা সামাজিক গোরস্থান ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তার একমাত্র পুত্র ‘যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মুহিববুর রহমান হেলাল। জানাযা শেষে তাকে উক্ত সামাজিক কবরস্থানে দাফন করা। জানাযায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, রাজশাহীর নওদাপাড়া মারকাযের ভাইস-প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ তরীকুয্যামান, ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ হায়দার আলীসহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীলবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

২. ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চাঁদপুর যেলা এবং ইত্তেবায়ে সুন্নাহ মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স-এর অর্থ সম্পাদক মুহাম্মাদ মাহফূযুর রহমান (৪৪) গত ১লা মার্চ শুক্রবার বিকাল ৫-টা ৫০ মিনিটে ঢাকা শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। তিনি গত ২১শে ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১-টায় চাঁদপুর সদরের নানুপুর স্লুইজ গেইটে ওয়াসায় কর্মরত অবস্থায় বৈদ্যুতিক দুর্ঘটনায় দু’জন সহকর্মীসহ মারাত্মকভাবে আহত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু সাংগঠনিক সাথী ও আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন রাত সাড়ে ৮-টায় চাঁদপুর টেকনিক্যাল হাইস্কুল ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন চাঁদপুর ইসলামিক কালচারাল একাডেমীর প্রিন্সিপাল মাওলানা রেযাউল করীম। জানাযা শেষে তাকে নিজ বাসস্থান যেলার সদর থানাধীন ১৩নং ওয়ার্ডের মোল্লাবাড়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আতাউল্লাহ শরীফ, সহ-সভাপতি কামালুদ্দীন ভূঁইয়া সেলীম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ হেমায়েত হোসাইনসহ যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীল বৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

[আমরা মাইয়েতগণের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]







আরও
আরও
.