২১তম বার্ষিক সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২৩-এর বাকী অংশ নওদাপাড়া, রাজশাহী ১৩ই অক্টোবর শুক্রবার : সম্মেলনের স্টেজে ‘সোনামণি’র প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক এবং ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তরুণ হাসানকে তার নাম পরিবর্তন করে ‘হাসান আব্দুল্লাহ’ রাখার পরামর্শ প্রদান করেন। এতে তিনি আনন্দিত হয়ে সঙ্গে সঙ্গে তার নাম পরিবর্তন করে হাসান আব্দুল্লাহ বলে নিজেই ঘোষণা দেন।