নওদাপাড়া, রাজশাহী ১৪ই জানুয়ারী শনিবার : অদ্য বাদ আছর আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীতে শিক্ষকমন্ডলীর জন্য মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব রচিত ‘শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের কর্তব্য’ শীর্ষক বইয়ের উপর গ্রন্থপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মারকাযের ৩৭ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় যৌথভাবে ১ম স্থান অধিকার করেন ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও লতীফুল ইসলাম, ২য় স্থান অধিকার করেন যৌথভাবে নাজমুল হুদা, মুহাম্মাদ আব্দুর রঊফ ও ক্বামারুয্যামান। ৩য় স্থান অধিকার করেন ৬ জন। এঁরা হলেন আব্দুল কাদির, হাফেয মশীউর রহমান, শেখ আমীর হোসাইন, আকরাম হোসাইন, মিনারুল ইসলাম ও আব্দুর রহীম। শিক্ষকমন্ডলী আগ্রহভরে স্বতঃস্ফূর্ততার সাথে আনন্দমুখর পরিবেশে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এতে বিজয়ী শিক্ষকমন্ডলীকে ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’ প্রকাশিত বিভিন্ন মূল্যবান বই পুরস্কার প্রদান করা হয়।

গত ২রা মার্চ শনিবার বাদ মাগরিব দারুল ইমারতে মুহতারাম আমীরে জামা‘আত বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন। এ সময় মারকাযের ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম ও অন্যান্য শিক্ষকমন্ডলী সেখানে উপস্থিত ছিলেন।






আরও
আরও
.