দোহার, ঢাকা ১লা জানুয়ারী শুক্রবার : অদ্য বেলা সাড়ে ১১-টায় ঢাকার দোহার থানাধীন গোড়াবন উম্মুল ক্বোরা আহলেহাদীছ মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স উদ্বোধন করা হয়। বেলা ১২-টা ১০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমপ্লেক্স উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য জনাব সালমান এফ রহমান। মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি জনাব শরী‘আতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন দোহার উপযেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. জসীমুদ্দীন, আব্দুর রায্যাক মেডিকেলের পরিচালক ও কমপ্লেক্সের উপদেষ্টা ডা. আরকানুল ইসলাম, মোকসেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এ. কে. এম. আব্দুল হান্নান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের জেনারেল ফিজিশিয়ান ডা. মুহাম্মাদ মাহবূবুর রহমান। উল্লেখ্য, বিশেষ অতিথি নবনির্মিত মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন।