আহলেহাদীছ-হানাফী দ্বন্দ্ব কেন
কুরআন-হাদীছ মওজূদ থাকতে?
এতেই আছে সকল সমাধান
পরকালে যদি চাই বাঁচতে।
বিদায় হজ্জে বলেছেন নবী
এ দু’টি রাখলাম তোমাদের তরে,
পড়বে না কোন বিভ্রান্তিতে
অাঁকড়ে ধর যদি মযবূত করে।
কুরআন ও হাদীছ মেনে চলি
এতেই আছে পরকালীন মুক্তি,
সফল দ্বন্দ্বের হবে সমাধান
প্রয়োজন নেই কারো কোন যুক্তি।
সকল প্রকার দ্বন্দ্ব-কলহের
সব সমাধান এতেই আছে,
তাই পড়তে হবে জানতে হবে
যেতে হবে না কারো কাছে।
পীর-মাযহাব টিকিয়ে রাখতে
যতই খাটাই যুক্তি,
রাসূলুল্লাহ (ছাঃ)-এর তরীকা বিনে
মিলবে না কোন মুক্তি।
মুসলিম মোরা ভাই ভাই
ফিৎনা-ফাসাদ সব ভুলে যাই,
পরকালীন মুক্তির লক্ষ্যে
কুরআন-হাদীছ ধারণ করি বক্ষে।
-ডাঃ মুহাম্মাদ এনামুল হক
কলেজ বাজার, বিরামপুর, দিনাজপুর।