অলির কর্মচক্র দর্শনে
জাগে কর্ম উদ্দীপনা,
অলস জীবন করে না যাপন
পিঁপিলিকা হ’তে পক্ষীছানা।
সৃষ্টি মাঝে শ্রেষ্ঠ ইনসান
দায়িত্বে ভরা এ জীবন,
দায়িত্বহীন অলস জনের
লাঞ্ছনাটাই চির ভূষণ।
সময়কে যে দেয় না মূল্য
ইনসানকুলে কুলাংগার,
সুস্থ-সবল সতেজ মনে
দায়িত্বহীনতাই বিষাদগার।
অলস মস্তিষ্কে শয়তানের বাস
পরিণাম তার ভয়ংকর,
পরবর্তীতে হয় চোর-দুস্য
কিংবা ভিক্ষার ঝুলি সার।
এমনি করে সন্ত্রাসীদের
জন্ম হ’ল বিশ্বময়,
সুবিধাবাদীরা তাদের নিয়ে
জঘন্যতম কর্ম ঘটায়।
এসো হে যুবক! জীবন গড়ো
অহি-র বিধানের নির্দেশনায়,
যোগ্য নেতার নেতৃত্বে চলো
পরকালে মুক্তির প্রত্যাশায়।
বজ্রকণ্ঠে শপথ নিয়ে
মুজাহিদ বেশে হও আগুয়ান,
তেজদীপ্ত কর্মী হয়ে
হও ফিরদাউসের মেহমান।