নরসিংদী ১৯শে জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীঠ ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নরসিংদী যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব জনগণের প্রতি উক্ত আহবান জানান। তিনি বলেন, বিভিন্ন মাযহাব ও তরীকা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক মতবাদ সমূহের বেড়া ভেঙ্গে আসুন আমরা সকলে কুরআন ও ছহীহ সুন্নাহর মযবুত হাতল অাঁকঢ়ে ধরি। উল্লেখ্য যে, ভাষণ দানের পূর্বে মুহতারাম আমীরে জামা‘আত স্থানীয় হাইস্কুল মিলনায়তনে ‘আন্দোলন’-এর সুধীদের সঙ্গে প্রথমে বৈঠক করেন। অতঃপর যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নরসিংদী, ঢাকা ও নারায়ণগঞ্জ যেলার দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি কাযী মুহাম্মাদ আমীনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুস্তাফীযুর রহমান সোহেল ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপাক জালালুদ্দীন, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম বিন হাবীব, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক কাযী আব্দুল্লাহ শাহীন, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসাইন ও ‘সোনামণি’র পরিচালক আব্দুল্লাহ মুহাম্মাদ ইসহাম প্রমুখ। সম্মেলনে উদ্বোধনী ভাষণ প্রদান করেন শিলমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুল বাকির।







৩০তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
(রাজশাহী ২৭ ও ২৮শে ফেব্রুয়ারী বৃহস্পতি ও শুক্রবার )
বাংলাদেশের সংবিধান হৌক ইসলাম! (আঞ্চলিক সম্মেলন : রাজশাহী)
৩২তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
সংগঠন সংবাদ
সংগঠন সংবাদ
সোনামণি
বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার মূল চেতনা হ’ল ‘আল্লাহু আকবর’ (যেলা সম্মেলন : বগুড়া ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকায় সপ্তাহব্যাপী সফরে আমীরে জামা‘আত
আলোচনা সভা, তা‘লীমী বৈঠক; ঈদ সামগ্রী ও ফিৎরা বণ্টন
কেন্দ্রীয় দাঈর সফর
মৃত্যুকে স্মরণ করে দুনিয়াবী জীবন পরিচালিত করুন! (যেলা সম্মেলন : বগুড়া) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠন সংবাদ
আরও
আরও
.