৫৫. নরসিংদী ৮ই জুন ১২ই রামাযান বৃহস্পতিবার: অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নরসিংদী যেলার উদ্যোগে সদর থানাধীন পশ্চিম বাগহাটা আল-আক্বছা জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, যদি বাংলাদেশের ব্যাংকার ও ব্যবসায়ীগণ সূদমুক্ত অর্থনীতি চালুর জন্য সরকারের প্রতি চাপ সৃষ্টি করতেন, তাহ’লে অতি দ্রুত দেশ সূদের অভিশাপ থেকে মুক্তি পেত। তিনি সবাইকে হালাল রূযী ভক্ষণের আহবান জানান।
যেলা ‘আন্দোলন’-এর সভাপতি কাযী আমীনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উপচে পড়া ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মুস্তাফীযুর রহমান, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিন হাবীব, অর্থ সম্পাদক কাযী মুহাম্মাদ হারূণুর রশীদ, ঢাকা যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ শফীকুল ইসলাম, নরসিংদী যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইকবাল কবীর, যেলা ‘যুবসংঘে’র সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি জনাব মুহাম্মাদ মাহফূযুল ইসলাম।
উল্লেখ্য যে, বাদ মাগরিব মুহতারাম আমীরে জামা‘আত অত্র মসজিদের জমিদাতা অসুস্থ জনাব মুহাম্মাদ আলাউদ্দীন মাষ্টারকে (৭০) দেখতে যান এবং তার সুস্থতার জন্য দো‘আ করেন। অতঃপর যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ মাহফূযুল ইসলামের বাড়ীতে আতিথেয়তা গ্রহণ শেষে পূর্ব বাগহাটা খন্দকারবাড়ী জামে মসজিদের মুছল্লীদের অনুরোধে সেখানে গিয়ে এশার ছালাত আদায় করেন এবং সমবেত মুছল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন।
হাদীছ ফাউন্ডেশন পাঠাগার পরিদর্শন: রাজশাহী হ’তে বিমান যোগে ঢাকা পৌঁছে আমীরে জামা‘আত সরাসরি নরসিংদীর উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে পাঁচদোনা বাজারের নিকটবর্তী চৌয়া গ্রামে সদ্য প্রতিষ্ঠিত চৌয়া হাদীছ ফাউন্ডেশন পাঠাগার পরিদর্শন করেন। পাঠাগারের পরিচালক ও চৌয়া শাখা আহলেহাদীছ যুবসংঘের সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা ও শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. সাখাওয়াত হোসাইন সহ আমীরে জামা‘আতের সফরসঙ্গীগণ সকলে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত ‘হাদীছ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন এবং সকলকে মাসিক আত-তাহরীক সহ হাদীছ ফাউন্ডেশন প্রকাশিত বই-পুস্তক নিজেরা পাঠ করার পাশাপাশি সেগুলি ব্যাপকভাবে প্রচার ও প্রসারের আহবান জানান।