৪ঠা জানুয়ারী শনিবার, আত-তাক্বওয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টার, কুমারপাড়া, সিলেট : অদ্য বাদ আছর যেলা শহরের কুমারপাড়াস্থ আত-তাক্বওয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে ‘আহলেহাদীছ আন্দোলন’ সিলেট-উত্তর ও দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। তিনি সূরা হাশরের ১৮ আয়াত তেলাওয়াত করে বলেন, আল্লাহ তা‘আলা আমাদের সার্বিক কর্মকান্ড দেখছেন। তার কাছ থেকে আমরা কোন কিছুই লুকাতে পারব না। তাই সর্বদা আল্লাহকে ভয় করে প্রত্যেক মানুষের কাজ করা উচিত। আজকে যারা পূর্ব নির্ধারিত সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে আমাদের সম্মেলনে বাধা দিয়েছেন তাদের ভেবে দেখা উচিত যে, তারা এর মাধ্যমে আল্লাহর কাছে কত নেক আমল প্রেরণ করলেন। মনে রাখা উচিত যে, বাধা দিলে আন্দোলন আরো গতিশীল হয়। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের প্রচার-প্রসারে আমাদের ইসলামী খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম দুর্বার গতিতে চলতে থাকবে। কেউ তাকে বাধা দিয়ে ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ।

সিলেট-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ফায়যুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা তাসলীম সরকার, সিলেট আত-তাক্বওয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের মুতাওয়াল্লী মুহাম্মাদ আব্দুছ ছবূর চৌধুরী, স্থানীয় উম্মুল ক্বোরা মাদ্রাসার শিক্ষক মাওলানা আকমাল হোসাইন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট দক্ষিণ যেলার সভাপতি জাবের আহমাদ, মৌলভীবাজার যেলা সভাপতি সাবেকুন নূর ও সেক্রেটারী মুহাম্মাদ সোহেল প্রমুখ নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, ড. সাখাওয়াত হোসাইনসহ মুহতারাম আমীরে জামা‘আত সিলেট এয়ারপোর্টে অবতরণ করেন। সেখানে তাঁকে রিসিভ করেন সিলেট-দক্ষিণ যেলার সভাপতি জাবের আহমাদ, ‘যুবসংঘে’র সভাপতি তোফায়েল আহমাদ, সাধারণ সম্পাদক গোলাম আযম, আলাউদ্দীন, আব্দুল হাফীয এবং তাক্বওয়া মসজিদের মুতাওয়াল্লী আব্দুছ ছবূর চৌধুরী, সেক্রেটারী কালাম আহমাদ চৌধুরী ও রিপনসহ ৫টি প্রাইভেট কার ও ৬টি মোটরসাইকেল সহ তাঁকে এয়ারপোর্ট থেকে সরিসরি সিলেট শহরের প্রাণকেন্দ্র শাহী ঈদগাহ সংলগ্ন ধানসিঁড়িতে ‘হাদীছ ফাউন্ডেশন পাঠাগার’ পরিদর্শনে নিয়ে যান।

সিলেটে আমীরে জামা‘আত দক্ষিণ যেলা সভাপতি জাবের আহমাদের বাড়িতে অবস্থান করেন। বিদায়ের সময় তিনি সহ উপরে বর্ণিত প্রায় সবাই এয়ারপোর্টে আসেন এবং আমীরে জামা‘আতকে বিদায় জানান। 






আরও
আরও
.