সত্যের দিশারী মাসিক আত-তাহরীক,
দ্বীনের আলো ছড়িয়ে দিতে তুমি সদা নির্ভীক।
সমাজে যখন শিরক-বিদ‘আত আর নানা কু-সংস্কার,
অহি-র জ্ঞান ছড়িয়ে কর তুমি সব কিছু পরিষ্কার।
পীরপূজা আর কবরপূজা, পূজার নাইতো শেষ
এদের দ্বারাই যুগে যুগে জাতী হচ্ছে নিঃশেষ।
হারিয়েছে জাতি মহা সম্পদ ঈমান ও আমল,
ফিরিয়ে আনো তুমি হারানো সেই ঈমানী শক্তি-বল।
এপথে যাত্রা সহজ নয় সে কথা মোদের জানা,
পদে পদে তোমাকে বাতিল দিবেই দিবে হানা।
পারবে না করতে কোনই ক্ষতি আল্লাহ তোমার সহায়,
তোমার কাছে বাতিল একদিন হয়ে যাবে অসহায়।
বাতিলের বৃথা আস্ফালনে ভয় পেওনা তুমি,
বাতিল একদিন সব হারিয়ে হয়ে যাবে শুধু মমি।
তোমার মাঝে পাই কুরআন ও ছহীহ হাদীছের আলোচনা,
সঠিক পথের দীশা দাও তুমি কর না ছলনা।
জবাব পাই নানা প্রশ্নের খবর পাই কত শত,
প্রতিনিয়ত পৃথিবীতে ঘটছে ঘটনা যত।
শফীকুল ইসলাম
বাটুপাড়া, মৌগাছী, মোহনপুর, রাজশাহী।