হামদ দিবানিশি
আব্দুল্লাহ আল-মারূফ
নওদাপাড়া মাদরাসা, রাজশাহী।
সদা স্মরি হৃদে আল্লাহর দান
যিনি চিরমহান সৃজিলেন দোজাহান।
নদী হ’ল খন্ডিত লোনা মিঠা জলে
বনগুলো সুশোভিত নানা ফুলে-ফলে।
মহীকে সাজালেন দিয়ে গিরি-পর্বত
পিপাসা মিটাতে আখে দিলেন শরবত।
সমীরণ সারাক্ষণ তাঁর নাম জপে
তরু-লতা, গাছ-পালা মস্তক সঁপে।
গগণের কোণে ওঠে নব বাঁকা চাঁদ
সেতারার পরতে তাঁর অাঁকা নিখাঁদ।
সবুজের পরশে অপরূপ বনানী
নিরাপদ আবাস মোদের নিরূপম ধরণী।
যাঁকে স্মরে আলো ছড়ায় রবি-শশী
তাঁর নামেই গাইব হাম্দ দিবানিশি।
দেশ আমার
এফ.এম. নাছরুল্লাহ হায়দার
কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
স্বাধীন দেশ কেন পরাধীনতার শিকলে
বন্দী কয়েদীর মত,
একাত্তরের যুদ্ধ থেমে গেছে
থামেনি আজও সেই রক্তের স্রোত।
আন্দোলন জনগণের নায্য অধিকার
আদায় করার দাবী,
সেখানে কেন গ্রেনেড বোমা গুলী
মৃত মানুষের ছবি?
নরপশুর মত ক্ষিপ্ত কেন ওরা
দয়া-মায়াহীন মন,
লুটেপুটে খায় কেন বেওয়ারিশের মত
পর মানুষের ধন?
চাই না কোন দল বেদলে
দাঙ্গা মারা-মারি,
চাই না শুনতে সন্তানহারা
মায়ের করুণ আহাজারি।
দেশ আমার আমরা দেশের
চিরদিনের সাথী,
সবাই মিলে রুখতে হবে যারা
করে দেশের ক্ষতি।
এদেশ আমরা স্বাধীন করেছি
জীবন করে দান,
ইতিহাসের পাতা থেকে যাবে না মোছা
আমাদের সে অবদান।
এ দেশে হবে সকল অপরাধীর বিচার
কেউ পাবে না পার,
কুরআন নিয়ে যারা ছিনিমিনি খেলে
তাদের নেই কোন ছাড়।
নিজের দোষটা পরকে দিয়ে
আর সেজোনা সাধু
একদিন হিসাব দিতে হবে
এটাই স্মরণে রেখ শুধু।
ভালবাসা
মুহাম্মাদ ছিদ্দীকুর রহমান
গোপালপুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম।
ভালবাসি সবার সাথে
সত্য কথা বলতে,
ভালবাসি আত্মীয়তার
বন্ধন অটুট রাখতে।
ভালবাসি পিতা-মাতার সঙ্গে
সৎ ব্যবহার করতে।
ভালবাসি সর্বদা
কুরআন-হাদীছ পড়তে।
ভালবাসি সদা রাসূলের আদর্শ
অনুসরণ করে চলতে।
ভালবাসি সব সময়
আল্লাহ-রাসূলের আনুগত্য করতে।
ভালবাসি সেই মানুষকে
যে চলে রাসূলের দেখান পথে।
ভালবাসি প্রথম ওয়াক্তে
ছালাত আদায় করতে।
ভালবাসি প্রতি মুহূর্তে
আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে।
খুকুদের কথা
মুমিনুর রহমান
কাজলা, মতিহার, রাজশাহী।
দুই খুকুতে ঝগড়া ভীষণ
জ্বালাও পোড়াও রাতদিন
তিক্ত মানুষ রিক্ত স্বদেশ
বলছে, ওসব বাদ দিন।
‘সুবর্ণ দিন’ বিবর্ণ আজ
স্বাধীনতার নেই কারুকাজ
দেশ জনগণ কাঁদে,
শান্তি আমার স্বপ্ন আমার
আটকে গেছে লুটেরাদের ফাঁদে।
দুই খুকুকে বলি
নোংরা দলাদলি
ঝগড়া বিবাদ বাদ দিয়ে সব
দেশ গড়াতে হাত দিন।
সেবার নামে পোষণ করা
স্বপ্ন গড়া বাদ দিন।
***