ষড় ঋতু ঘেরা প্রাচুর্যে ভরা
আমার সোনার বাংলাদেশ,
এখানেতে শুনি আযানের ধ্বনি
সকাল, দুপুর, দিনের শেষ।
শরৎ হেমন্ত শাপলা ফুটন্ত
শেফালী ফুলের সৌরভে
আল্লাহর বাণী দিকে দিকে শুনি
পুষ্প ছড়ায় স্বগৌরবে।
সোনার এদেশে রজনীর শেষে
বিহঙ্গ হেথায় তান তোলে,
হৃদয় প্রান্তে মনের অজান্তে
আল্লাহর ডাকে মন ভোলে।
সবুজের মেলা দোলায় দু’বেলা
কৃষকের ঘরে নবান্ন,
আল্লাহর ইচ্ছায় জন্মিয়া হেথায়
ধন্য আমি ধন্য।
এখানে হবে না গড়িতে দেব না
শিরক-বিদ‘আতীর আস্তানা
ভেঙ্গে চুরমার করে দিতে হবে
ভন্ডপীরদের তোপখানা।
কঙ্কাল আর জঞ্জাল যত
স্তূপিকৃত ইসলামে
দূরে ফেলে দাও ফিরে না তাকাও
অবমুক্ত করো সবখানে।