এফ.এম. নাছরুল্লাহ

কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।

সভ্যতার বিবর্তনে বদলে গেছে

সামাজিক রীতি-নীতি,

পরিবর্তন তাই আবহাওয়া আর জলবায়ু

হারিয়ে গেছে  ষড়ঋতুর চিরচেনা সেই পালা।

পুঁথিগত শিক্ষার বেড়ে গেছে হার

বিস্তার ঘটেছে দেশে বেহায়াপনা আর নির্লজ্জতার

দেশের শাসন চলছে সবার ইচ্ছা-খুশি মতে

ছেলেমেয়ের মাঝে বন্ধুত্বের নামে চলছে অবৈধ মেলামেশা।

যৌবন সে তো চির বেগবান

থেমে থাকার কখনো নয়,

চলছে সে সময়ের গতিতে

থেমে গেলে হবে ক্ষয়।

নেই খবর মেয়ের বিয়ের পিঁড়িতে বসার

বয়স আঠারো-কুড়ি পার

যৌবন কি কোন তুষ বা চিটা,

পুঁড়ে পুঁড়ে ছাই হবে তার?

এখানে সেখানে সুবিধা যেখানে

চলছে অবৈধ মিলন,

টাচ মোবাইলে পর্ণ মুভি

চলছে  যৌনতার সাইক্লোন।

যুবসমাজ আজ ধ্বংসের পথে

দেশে ইয়াবায় ধরেছে নেশা,

অনেক সোনার ছেলে বাবা-মায়ের স্বপ্ন

ভেঙ্গে ফেলেছে মনের আশা।

ধর্মীয় অনুশাসন মেনে চলি সবাই

আল-কুরআনের পথটি ধরে

আদর্শ মানুষ নিশ্চয়ই হবে তুমি

একমাত্র ইসলামী জীবন গড়ে।






আরও
আরও
.