জীবন প্রদীপ জ্বলেছে যেদিন সেদিন থেকে
আমি তোমাকে গভীরভাবে প্রত্যক্ষ করি,
তুমি আমাকে ওয়াসওয়াসা দাও
থামবে না তুমি জানি, থাকতে জীবন তরী।
সদাচার ভুলিয়ে দিয়েছ হিংসার বীজ
অন্তরে ঢুকেছে নিকৃষ্ট অহংকার,
হৃদয়ে জমে থাকা ভালোবাসার
প্রাচীর ভেঙ্গে করেছ ছারখার!
আমি ছিলাম প্রথম কাতারের মুছল্লী
আজিকে কর্ণকুহরে যায় না আযান
মোড়ের আড্ডায় আমি যেন সদা সচল
যেন নিন্দিত জাহাজের কাপ্তান!
আজ আমার বেশভূষা বদলে গেছে
বদলে গেছে ভাব ও কাজ,
জাতি-ধর্ম ভুলে গিয়ে আমি
ধরেছি নাস্তিকতার সাজ।
ইচ্ছে মত চালিয়েছ অপকর্মের পথে
ভেবেছিলে ফিরবে না আমার হুঁশ,
কিন্তু আমার চেতনা ফিরেছে আজ
আল্লাহভীতি নিয়ে হয়েছি সন্তোষ।
তোমার পথের শেষটা খুব বর্বর
তাই অন্তর মেরামত করে এসেছি ফিরে
শয়তান তোমার গতি চলমান
জানি এবার অন্যকে ধরবে ঘিরে।
হে মানুষ! হকের পথে থাক সদা
শয়তানের বিরুদ্ধে লড় নিরন্তর
ঠেকাও নাফসে আম্মারাহকে
শুধরাও নিজেকে সাফ কর ‘অন্তর’।
-মুহাম্মাদ মুবাশ্বিরুল ইসলাম
নওদাপাড়া, রাজশাহী।