আতিয়ার রহমান

মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।

আর পারি না জীবনটাকে

সম্মুখ পানে টানতে

কখন সে যে পৌঁছে যাবে

চলার পথের প্রান্তে।

সংসার আমায় দিচ্ছে বিদায়

পারছে কই আর রাখতে,

হৃদয় তটের বহু কথা

কাল্পিকতায় অাঁকতে।

যেদিকে তাকাই সবদিকে পাই

তমসাঘেরা অাঁধার রাত,

দেখি না কোথাও একটু মোটে

ফুটতে কমল সুপ্রভাত।

আশা ছিল ক্রন্দনেতে

যাবার বেলায় চোখের নীর,

ছুটছে করে ছিন্ন ছেদন

সকল মায়া এই ধরণীর।

আল্লাহর কাছে চাওয়া আমার

ক্ষমা করো হে পরোয়ার!

করলে ক্ষমা তুমি আল্লাহ

হবে স্বার্থক এই ধরণী।







আরও
আরও
.