আতিয়ার রহমান

মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।

আর পারি না জীবনটাকে

সম্মুখ পানে টানতে

কখন সে যে পৌঁছে যাবে

চলার পথের প্রান্তে।

সংসার আমায় দিচ্ছে বিদায়

পারছে কই আর রাখতে,

হৃদয় তটের বহু কথা

কাল্পিকতায় অাঁকতে।

যেদিকে তাকাই সবদিকে পাই

তমসাঘেরা অাঁধার রাত,

দেখি না কোথাও একটু মোটে

ফুটতে কমল সুপ্রভাত।

আশা ছিল ক্রন্দনেতে

যাবার বেলায় চোখের নীর,

ছুটছে করে ছিন্ন ছেদন

সকল মায়া এই ধরণীর।

আল্লাহর কাছে চাওয়া আমার

ক্ষমা করো হে পরোয়ার!

করলে ক্ষমা তুমি আল্লাহ

হবে স্বার্থক এই ধরণী।







ঈদুল ফিতর - হোসনে আরা সুলতানাওয়েস্টার্ন স্কুল, মাধবদী, নরসিংদী
কবিতা
রক্তের প্রতিবাদ - নাছির ফরহাদধর্মদহ, দৌলতপুর, কুষ্টিয়া।
গরীবের হক - হোসনে আরা সুলতানাশিক্ষিকা, মাধবদী ওয়েস্টার্ন স্কুল, নরসিংদী।
বলতো দেখি - মুহাম্মাদ ইয়াহিয়া হোসাইনদারুল কুরআন ছিদ্দীকিয়া কামিল মাদ্রাসাসোনাডাংগা, খুলনা।
তোমার পথে - ইউসুফ আল-আযাদপ্রভাষক, হালবা টেংগুরিয়াপাড়া ফাযিল মাদরাসাবাসাইল টাংগাইল।
শেষ বিকেলে পেলাম
আত-তাহরীক তুমি - মুহাম্মাদ আরাফাত ইসলামদিনাজপুর।
ছালাত
চলবে সমর - এফ.এম. নাছরুল্লাহকাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
আধুনিকতা - আব্দুল হাসীবআল-মারকাযুল ইসলামী আস-সালাফীনওদাপাড়া, রাজশাহী।
ভিক্ষুক - আতিয়ার রহমানমাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
আরও
আরও
.