আতিয়ার রহমান

মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।

আর পারি না জীবনটাকে

সম্মুখ পানে টানতে

কখন সে যে পৌঁছে যাবে

চলার পথের প্রান্তে।

সংসার আমায় দিচ্ছে বিদায়

পারছে কই আর রাখতে,

হৃদয় তটের বহু কথা

কাল্পিকতায় অাঁকতে।

যেদিকে তাকাই সবদিকে পাই

তমসাঘেরা অাঁধার রাত,

দেখি না কোথাও একটু মোটে

ফুটতে কমল সুপ্রভাত।

আশা ছিল ক্রন্দনেতে

যাবার বেলায় চোখের নীর,

ছুটছে করে ছিন্ন ছেদন

সকল মায়া এই ধরণীর।

আল্লাহর কাছে চাওয়া আমার

ক্ষমা করো হে পরোয়ার!

করলে ক্ষমা তুমি আল্লাহ

হবে স্বার্থক এই ধরণী।







আল-‘আওন - মাক্বছূদ আলীপশ্চিম ইটাগাছা, সাতক্ষীরা।
জীবনের লক্ষ্য-উদ্দেশ্য
রোহিঙ্গা শিশুর কান্না - আতিয়ার রহমানমাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
প্রার্থনা - আতিয়ার রহমানমাদরা, সোনাবাড়িয়া, কলারোয়া, সাতক্ষীরা।
শিরক
ঈদুল ফিতর - হোসনে আরা সুলতানাওয়েস্টার্ন স্কুল, মাধবদী, নরসিংদী
ধর্ম, সমাজরীতির আড়ালে - এফ.এম. নাছরুল্লাহ হায়দারকাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
নিষ্পাপ নিধনের কাল - মুহাম্মাদ সাইফুল ইসলামশ্যামপুর, মতিহার, রাজশাহী।
মসজিদের পথ
করোনা সন্দেহ
প্রার্থনা প্রভু - বোরহানুদ্দীনরাষ্ট্রবিজ্ঞান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়।
রামাযানের পরে - আতিয়ার রহমানমাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
আরও
আরও
.