অবরুদ্ধ হৃদয়

-আতিয়ার রহমান

কলারোয়া, সাতক্ষীরা।

 

অরুদ্ধ হৃদয়ের করুণ আর্তি

কর্ণ কুহরে শুনি,

জীবন বেলায় দাঁড়িয়ে কেবলি

চলমান ঢেউ গুণি।

কখন উঠিল প্রভাত ভানু

কখন হ’ল যে দিন?

ঘোর কালো এক তমসা দামিনী

করে দিল সব লীন।

পদযুগলের জিঞ্জীর সে তো

শক্ত শিকল বেড়ী,

স্তব্ধ গতি হেরি পারাবার

কেমনে দিব যে পাড়ি?

উচ্ছল প্রহ্লাদ মিটে গেছে সবি

নিঠুর বেড়ীর ঘাতে,

তাই তো বুঝিনি আসা আর যাওয়া

দিবসের সন্ধ্যা ও প্রাতে।

অসীমের ঐ সাইমুম মাঝে

নিজেকে হারাতে চাই,

টুটে ফেলে সব অবরুদ্ধ বেড়ী

মুক্তির স্বাদ পাই।

চাই আমি চাই সসীম পেরিয়ে

অসীমের মাঝে যেতে,

আনমনা মন তাই চলে যায়

সবার অলস্যেতে।

কিন্তু পারি কই জিঞ্জীর হ’তেও

শক্ত শিকল পায়ে,

আমি তো আরোহী নইতো তরণী

মায়াবিনীর এক নায়ে।

***

টাকার দুনিয়া

- আমীরুল ইসলাম (মাষ্টার)

ভায়া লক্ষ্মীপুর, চারঘাট, রাজশাহী।

 

টাকার চাকায় দুনিয়া বাঁধা

ঘুরছে ভীষণ জোরে

সাধ্য কারো নেইকো এমন

রাখবে তারে ধরে।

এই পৃথিবীর সকল কিছুই

টাকার দ্বারা চলে

টাকা দিয়েই জাহাজ ভাসায়

সাগর নদী জলে।

আকাশ পথে উড়োজাহাজ

কেমনে উড়ে যায়

যায় যে উড়ে আকাশ ফুড়ে

তবু ঐ টাকায়।

রেলগাড়ী আর মটর গাড়ী

যত যানবাহন

চলছে সবই টাকার জোরে

বিশ্বে সর্বক্ষণ।

আত্মীয়তা স্বজনপ্রীতি

টাকা ছাড়া নাই

টাকার জোরে এসব কিছুই

চলছে সকল ঠাঁই।

টাকা দিয়ে ব্যবসা চলে

চলে বাজার হাট

এখন টাকা দিয়ে ধর্মের ব্যবসা

চলছে জমজমাট।

বিয়ে সাদী লাগাও যদি

লাগবে টাকা ঢের

থাকলে কারো কন্যা সন্তান

সেজন পাবে টের।

ধর্ম-কর্ম চলছে এখন

টাকা দিয়ে প্রায়ই

জালসা জুলূস ওয়ায মাহফিল

টাকা ছাড়া নাই।

কুরআন-হাদীছ শিক্ষা করাও

এখন ভীষণ দায়

দ্বীনি ইলম শিক্ষার বেলায়

অনেক টাকা ব্যয়।

ছালাত পড়তে ইমাম লাগে

জামে মসজিদ ঘরে

ভাল ইমাম পাওয়া যাবে

অনেক টাকা দরে।

ঈদের মাঠেও ইমাম সাহেব

অনেক টাকা চায়

ধর্মকর্মও করতে হচ্ছে

বহু টাকা ব্যয়।

রাজ্য চলে টাকার বলে

রাজারা পায় গদী

প্রজারা সব সুখে রবে

টাকা থাকে যদি।

টাকা ছাড়া সবই ফাঁকা

এভব সংসার

হিসাব কষে দেখ বসে

দুনিয়া টাকার?






আরও
আরও
.