আবু বকর (রাঃ)! তুমি প্রথম খলীফা, তুমি ছিদ্দীক্ব
তুমি সবার চেনা, আছে যত লোক দিগ্বিদিক,
নবী মুহাম্মাদ (ছাঃ)-এর তুমি প্রথম থেকেই সহচর
সমহারে তুমিও সয়েছ যত অনাচার যত অত্যাচার।
যেদিন শুনেছিলে তুমি দিতে হবে পাড়ি
মক্কা থেকে মদীনায়,
সেদিন থেকে জেগে ছিলে জানি
চোখে নিয়ে ঘুম কানায় কানায়।
ঐতিহাসিক হুদায়বিয়ার চুক্তি তথা সন্ধিক্ষণে
সকল ছাহাবী ক্ষুদ্ধ ছিল মনে মনে,
কেবলি তুমি একা দিয়েছিলে সায়
নবী মুহাম্মাদ (ছাঃ) যা দিয়েছিল রায়।
নবী ওফাতের দিনে লেগেছিল মহাবিতর্ক
কে হবে খলীফা আনছার নাকি মুহাজিরবর্গ,
ওমর (রাঃ) বলেছিল, যে বলিবে নবীর ওফাৎ হয়েছে
জেনে রেখো আজ, ওমর তার গর্দান নিয়েছে,
হে আবু বকর (রাঃ), এ দুই মুছীবতের তুমি টেনে সমাধান
বিজ্ঞ জেনে সকল ছাহাবী তোমাকেই মানিল প্রধান।
ইতিহাসবেত্তার লেখনি ঘেটে
জেনেছি তুমি করোনিগো রাগ মোটে,
তবে ভন্ড নবীরা এঁটেছিল যত ফন্দি,
তুমি নিজ হাতে করেছিলে দমন, করেছিলে সব বন্দি।
তুমি প্রাজ্ঞ, তুমি বিজ্ঞ, তুমি ছিলে বিচক্ষণতার ডিপু
আজ তোমাদের মত জ্ঞান না থাকায় ইসলাম যে নিভু নিভু,
নবী ঘোষণায় দশ ছাহাবীর তুমি একজন যারা জান্নাতপ্রাপ্ত
তোমাদের সাথে হাশর যেন হয় এই বাসনায় করলাম সমাপ্ত।