ঈদ এসেছে ঈদ

মাহফূযুর রহমান আকন্দ

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,

রাজশাহী বিশ্ববিদ্যালয়।

ঈদ এসেছে চাঁদের ভেলায় তারার মেলায় শহর জুড়ে

গাঁয়ের পথে পালকী চড়ে

কিংবা কোথাও নয়ন জলে হৃদয় পুড়ে।

ঈদ এসেছে রঙিন বেশে মিষ্টি হেসে

মজার খবর মনের দেশে

খুশির জোয়ার চোখে মুখে

নতুন জামা কোর্মা পোলাও ফ্যাশন চলে ভিন্ন সুখে।

নয়ন জুড়ে স্বপ্ন আকাশ নেইকো চোখে নিদ

ঈদ এসেছে ঈদ।

ঈদ এসেছে গাঁয়ের মায়ায় বটের ছায়ায়

অশ্রুমাখা দুখির কায়ায়।

গন্ধিসাবান নেইকো জামা ফিরনী সেমাই মিষ্টি পায়েস

ঈদ সকালেও পেটের তাকীদ নেই অবসর একটু আয়েশ,

শিশুর চোখে অশ্রুনদী

ঈদের ছোঁয়া আসতো যদি

হায়রে খুশির ঈদ

নেই কপালে ঈদের পরশ দুইটি টাকার যিদ

হায় গরীবের ঈদ।

স্বপ্নসুখে সবার ঘরে আসুক ঈদের হাওয়া

টুইটুম্বুর খুশির ঝিলিক কোমল সকাল পাওয়া।

***

ঈদের খুশী

মুহাম্মাদ আতিয়ার রহমান

সোনাবাড়িয়া, কলারোয়া, সাতক্ষীরা।

পূর্ব গগনে উঠল তপন ঈদের খুশীর রং মেখে,

শিল্পী যে কোন নিখুঁত ছবি দূর আকাশে দেয় এঁকে!

ভোর না হ’তে উঠল মেতে দুলল খুশির হিল্লোলে

ছোট বড় নেই কোন ভেদ সবার আজি মন দোলে।

আয় সবে আয় ঐ চেয়ে দেখ মেঘের কোলে নতুন চাঁদ,

উদয় হ’ল ছিয়াম সাধকের পূর্ণ করতে স্বপ্ন সাধ।

কুঞ্জে আজি উঠল দুলে ঘুমিয়ে পড়া ফুলকলি,

হরষে মেতে চুমকুড়িতে উঠল জেগে মন দুলি।

উঠল জেগে কুঞ্জে গোলাপ স্বপ্ন ভেঙে ভোর রাতে,

বনবাদাড়ের পুষ্পকলি নাচলো নানান ভঙ্গিতে।

ঘুমিয়ে যারা ঘুম কেদারায় শয্যাতে ঘোর সুপ্তিতে,

তকবীরের ঐ দুন্দুভিতে জাগলো তারা আনমনে।

রামাযানের ঐ ছিয়াম সাধনা ঈদ জামা‘আতে হয় পুরা

ইঙ্গিতে ঐ ডাক দিয়ে যায় জান্নাতেরই অপ্সরা।

জান্নাতেরই পান্নাতে আজ উঠল খুশীর ঝড়তুফান,

আজ হরষের ঊর্মী দোলায় উঠল জেগে সুপ্ত প্রাণ।

একটি দিনের জন্য

এফ.এম.নাছরুল্লাহ

কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।

পুরনো পাঞ্জাবীটা যত্ন করে রেখেছি ঘরে

একটু সেলাই করে ধুয়ে লন্ড্রি করে নিলেই

ঠিক হয়ে যাবে হয়তো,

তাই নতুন একটা পাঞ্জাবী কেনার আবেদন

করতে পারিনি বাবাকে।

অভাবের সংসার ফিরনী পায়েসটুকু

জুটবে কি-না ঘরে জানি না,

দুঃখগুলোকে একটি দিনের জন্য

ছুটি দিয়েছিলাম ঈদ করব বলে,

মানুষের ভিড়ে কোন যানবাহনে

উঠতে পারেনি ওরা

কার মনের মাঝে ঢুকতেও পারেনি

শত চেষ্টায়

ব্যর্থ হয়ে ফিরে এসেছে পুনরায়

আমার কাছে

আমি কি ওদের তাড়াতে পারি?

ভাঙা ঘরে কোথায় ওদের বসতে দেই

ঘরে কিছুই নেই পানি বিহীন

কি দিব ওদের খেতে বল?

তবুও আল্লাহর কাছে শুকরিয়া জানাই

দিনটি যে অবশেষে পার হ’ল।

***

মাহে রামাযান

মুহাম্মাদ রহমতুল্লাহ্

মাধবদী, নরসিংদী।

ছিয়ামের মাস এলো

একটি বছর পর

সেই আলোতে ভরে গেল

ছায়েমের ঐ ঘর।

এ মাসেতে শিক্ষা নেব

মহান ত্যাগের ভাই

বুকের মাঝে সত্য শপথ

দিয়েই যাবো ঠাঁই।

রামাযান এলো রাখবো ছিয়াম

করব না আর পাপ

ছিয়ামের মাসে প্রভুর কাছে

চাইবো গুনাহ মাফ।

ছিয়াম থেকে শিক্ষা নেব

ধৈর্য ধরার পথ

আর করব না গোনাহের কাজ

এই হবে শপথ।

আত্ম গঠন সমাজ গঠন

এ মাসেতে করব

দিনে-রাতে বেশী বেশী

কুরআন-হাদীছ পড়ব।






আরও
আরও
.