শাসনগাছা, কুমিল্লা ৩রা ফেব্রুয়ারী শুক্রবার : অদ্য সকাল সাড়ে ৯-টায় কুমিল্লা শহরের শাসনগাছাস্থ আল-মারকাযুল ইসলামী কমপ্লেক্সে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কুমিল্লা যেলার উদ্যোগে এক কর্মী সমাবেশ ও ২০১৭ সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহ। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ ইউসুফ আহাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। বিশেষ অতিথি ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার, কুমিল্লা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুছলেহুদ্দীন, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন ও যেলা ‘সোনামণি’র পরিচালক আতীকুর রহমান সরকার প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আহমাদুল্লাহ।






আল-হেরা
কুরআন মাজীদের হদর, মশক ও ছিফাত চর্চার বিশেষ প্রশিক্ষণ ব্যবহারিক জীবনে কুরআনের বিধান মেনে চলুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বিতর্ক প্রতিযোগিতা (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী)
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদরাসায় ইয়াতীম ভবনের নির্মাণকাজ শুরু
আইলা দুর্গত এলাকায় লোকদের পুনর্বাসন করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মহিলা সমাবেশ
সুধী সমাবেশ ও আলোচনা সভা
ম্যুরালের নামে মূর্তি স্থাপন বন্ধ করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মারকায পরিদর্শনে ধর্ম উপদেষ্টা (মারকায সংবাদ)
ছালাতুল খুছূফ আদায়
এলাকা সম্মেলন
মুহাম্মাদ মুকীমুদ্দীন-এর মৃত্যু সংবাদ
আরও
আরও
.