
১৯শে ডিসেম্বর বৃহস্পতিবার কোমরগ্রাম উচ্চ বিদ্যালয় ময়দান, জয়পুরহাট : অদ্য বাদ যোহর যেলার সদর থানাধীন কোমরগ্রাম উচ্চ বিদ্যালয় ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন’ জয়পুরহাট যেলার উদ্যোগে যেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আমীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভাষণ দেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, সহ-সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুন নূর, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক রবীউল ইসলাম, ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান, যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মাহফূযুর রহমান, উপদেষ্টা মাওলানা ইসমাঈল হোসাইন, সহ-সভাপতি আব্দুল মুন‘ইম, অর্থ সম্পাদক আবুবকর ছিদ্দীক, দফতর সম্পাদক আব্দুর রহমান, সদর উপযেলার সভাপতি আমীনুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম, ক্ষেতলাল উপযেলার সভাপতি আব্দুল মুমিন, পাঁচবিবি উপযেলার সভাপতি ডা. রামাযান আলী, যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুশতাক আহমাদ সারোয়ার, সদর উপযেলার সভাপতি মুস্তাফীযুর রহমান, যেলা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ সালীম, যেলা ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র সভাপতি আব্দুল ওয়াহ্হাব, যেলা আল-‘আওনে’র সভাপতি ফীরোয হোসাইন, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, জয়পুরহাটের প্রধান শিক্ষক ফরীদুদ্দীন মিয়া, শিক্ষক হাফেয আশিকুয্যামান প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক নাজমুল হক ও সদর উপযেলার সহ-সভাপতি মুহাম্মাদ তাহসীন। সম্মেলনে পৃথক প্যান্ডেলে মহিলাদের বিপুল সমাগম ঘটে।
আল-‘আওন : অত্র সম্মেলনে যেলা আল-‘আওনের পক্ষ থেকে রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিংয়ে ৩ জনের ব্লাড গ্রুপিং করা হয়।