হাটদামনাশ, বাগমারা, রাজশাহী ৫ই জুন শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার বাগমারা উপযেলাধীন হাটদামনাশ আহলেহাদীছ জামে মসজিদে এক সংক্ষিপ্ত কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ হাটদামনাশ এলাকার সাবেক সভাপতি মাস্টার মুহাম্মাদ ফয়েযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘যুবসংঘ’ বাগমারা উপযেলার সভাপতি মুহাম্মাদ আলাউদ্দীন সরদার। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’ বাগমারা উপযেলার সাংগঠনিক সম্পাদক আবু রায়হান। এর আগে কেন্দ্রীয় মেহমান অত্র মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন।

বামুন্দী, গাংনী, মেহেরপুর ৭ই জুন রবিবার : অদ্য সকাল ৯-টা হ’তে দুপুর ২-টা পর্যন্ত যেলার গাংনী থানাধীন বামুন্দী আহলেহাদীছ জামে মসজিদে এক সংক্ষিপ্ত দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মানছূরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার ও শূরা সদস্য মুহাম্মাদ তরীকুযযামান। প্রশিক্ষণে যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হয় করোনায় কর্মহীন  মানুষের  প্রতি  সাহায্যের  হাত  বাড়িয়ে  দেওয়ার  জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।






আরও
আরও
.