৩৪. কাউনিয়া, রংপুর ১২ই রামাযান ১৪ই এপ্রিল বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলার কাউনিয়া উপযেলাধীন হারাগাছ সরাই শরীফিইয়াহ জামে মসজিদে রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’ -এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুছতফা সালাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম।

৩৫. কাউনিয়া, রংপুর ১২ই রামাযান ১৪ই এপ্রিল বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার কাউনিয়া উপযেলাধীন হারাগাছ বায়তুল মা’মূর জামে মসজিদে রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুছতফা সালাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম।

৩৬. পাবনা ১৩ই রামাযান ১৫ই এপ্রিল শুক্রবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন খয়েরসুতী কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে পাবনা যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সোহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব ও ‘আল-‘আওনে’র প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ।

৩৭. চাঁদপুর ১৪ই রামাযান ১৬ই এপ্রিল শনিবার : অদ্য বাদ যোহর যেলার সদর থানাধীন ষোলঘর ইত্তেবায়ে সুন্নাহ মাদ্রাসা জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আতাউল্লাহ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম।

৩৮. মোল্লাহাট, বাগেরহাট ১৪ই রামাযান ১৬ই এপ্রিল শনিবার : অদ্য সকালে ১০-টায় যেলার মোল্লাহাট থানাধীন নাশুখালী আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আহমাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুজাহিদুর রহমান।

৩৯. টাঙ্গাইল ১৪ই রামাযান ১৬ই এপ্রিল শনিবার : অদ্য বেলা ১১-টায় যেলা সদরের উপকণ্ঠে ভবানীপুর-পাতুলী আহলেহাদীছ জামে মসজিদে টাঙ্গাইল যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমান।

৪০. কালিগঞ্জ, শেরপুর ১৫ই রামাযান ১৭ই এপ্রিল রবিবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন কালীগঞ্জ দমদমা আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমান ও দফতর সম্পাদক মুহাম্মাদ ইউসুফ আলী।

৪১. বোদা, পঞ্চগড় ১৫ই রামাযান ১৭ই এপ্রিল রবিবার : অদ্য বাদ আছর যেলার বোদা উপযেলাধীন বেংহাড়ী মৌলভীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ যয়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম।

৪২. মুন্সীগঞ্জ ১৫ই রামাযান ১৭ই এপ্রিল রবিবার : অদ্য বাদ আছর যেলার লৌহজং উপযেলাধীন মাওয়া চৌরাস্তা সংলগ্ন যেলা ‘আন্দোলন’-এর কার্যালয়ে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর আহবায়ক মুহাম্মাদ ওয়াহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম।

৪৩. গাযীপুর ১৫ই রামাযান ১৭ই এপ্রিল রবিবার : অদ্য বাদ আছর যেলা সদরের মণিপুর বাজার আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আসাদুল্লাহ মিলন ও ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ।

৪৪. বানেশ্বর, পুঠিয়া, রাজশাহী ১৫ই রামাযান ১৭ই এপ্রিল বুধবার : অদ্য সকাল সাড়ে ১১-টায় যেলার পুঠিয়া উপযেলাধীন বানেশ্বর বাজার গরুহাটা আহলেহাদীছ জামে মসজিদে রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এস এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর।

৪৫. দৌলতপুর, কুষ্টিয়া-পশ্চিম ১৫ই রামাযান ১৭ই এপ্রিল রবিবার : অদ্য সকাল ১১-টায় যেলার দৌলতপুর থানাধীন দৌলতখালী গোডাউন বাজার আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মাস্টার আমীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ তরীকুয্যামান ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক নাজমুন নাঈম।

৪৬. খুলনা ১৬ই রামাযান, ১৮ই এপ্রিল সোমবার : অদ্য বাদ যোহর যেলা শহরের নবীনগর (গোবরচাকা) মুহাম্মাদিয়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুজাহিদুর রহমান, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও সহ-পরিচালক মুহাম্মাদ মুঈনুল ইসলাম।

৪৭. মেলান্দহ, জামালপুর ১৬ই রামাযান ১৮ই এপ্রিল সোমবার : অদ্য বাদ আছর যেলার মেলান্দহ থানাধীন চারাইলদার বাজার আহলেহাদীছ জামে মসজিদে জামালপুর-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মাসঊদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমান ও সাধারণ সম্পাদক ক্বামারুযযামান বিন আব্দুল বারী।

৪৮. জৈন্তাপুর, সিলেট ১৬ই রামাযান ১৮ই এপ্রিল সোমবার : অদ্য সকাল ১০-টায় যেলার জৈন্তাপুর থানাধীন সেনগ্রাম মুহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় সিলেট যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অতঃপর দিন বাদ যোহর যেলার গোয়াইনঘাট থানাধীন বিত্রিখেল হাওড় মধ্যপাড়া আহলেহাদীছ জামে মসজিদে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ফায়যুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম।

৪৯. মাদারগঞ্জ, জামালপুর ১৭ই রামাযান ১৯শে এপ্রিল মঙ্গলবার : অদ্য বাদ আছর যেলার মাদারগঞ্জ থানাধীন নামাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে জামালপুর-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ক্বামারুযযামান বিন আব্দুল বারী, ‘যুবসংঘ’-এর সভাপতি মুনযূরুল হক ও সহ-সভাপতি মাসঊদুর রহমান।

৫০. মানিকগঞ্জ ১৭ই রামাযান ১৯শে এপ্রিল মঙ্গলবার : অদ্য বাদ যোহর যেলার সদর থানাধীন কেন্দ্রীয় কারাগারের দক্ষিণ পার্শ্বে বায়তুর রহমান আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর যুববিষয়ক সম্পাদক জামীল আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম।

৫১. ঈশ্বরদী, পাবনা ১৮ই রামাযান ২০শে এপ্রিল বুধবার : অদ্য বাদ আছর যেলার ঈশ্বরদী থানাধীন ধুলটি বাজার সংলগ্ন ময়দানে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সোহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুন নূর।

৫২. তানোর, রাজশাহী ১৮ই রামাযান ২০শে এপ্রিল বুধবার : অদ্য সকাল ১০-টায় যেলার তানোর উপযেলাধীন কালীগঞ্জ আহলেহাদীছ জামে মসজিদে রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক দুর্রুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ, রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুর্রুল হুদা ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর।

৫৩. রহনপুর, চাঁপাই নবাবগঞ্জ ১৮ই রামাযান ২০শে এপ্রিল বুধবার : অদ্য বাদ আছর যেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর ডাকবাংলাপাড়া আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসায় চাঁপাই নবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম।

৫৪. পাংশা, রাজবাড়ী ১৮ই রামাযান ২০শে এপ্রিল বুধবার : অদ্য বাদ আছর যেলার পাংশা থানাধীন সত্যজিতপুর আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মকবূল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীকের সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।

৫৫. লালবাগ, দিনাজপুর-পশ্চিম ১৯শে রামাযান ২১শে এপ্রিল বৃহস্পতিবার .: অদ্য বাদ যোহর যেলা শহরের লালবাগ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসায় দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ তোফায্যল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীকের সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় দফতর সম্পাদক শরীফুল ইসলাম ও ‘সোনামণি’ রাজশাহী-সদর সাংগঠনিক যেলার সহ-পরিচালক জাহিদুল ইসলাম।

৫৬. মেহেরপুর ১৯শে রামাযান ২১শে এপ্রিল বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলা সদরের শাহজীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ তরীকুয্যামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব।

৫৭. সাতক্ষীরা ১৯শে রামাযান ২১শে এপ্রিল বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় যেলা শহরের উপকণ্ঠে বাঁকাল ব্রীজ সংলগ্ন দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ মাদ্রাসা মিলনায়তনে সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুজাহিদুর রহমান। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা অধ্যাপক শেখ রফীকুল ইসলাম ও খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ।

৫৮. কক্সবাজার ২০শে রামাযান ২২শে এপ্রিল শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলা শহরের হাফেয আহমাদ চৌধুরী জামে মসজিদে কক্সবাজার যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এ্যাডভোকেট শফীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আত-তাহরীক অনলাইন টিভির অনুষ্ঠান পরিচালক মুহাম্মাদ শরীফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা মুশতাক আহমাদ মাদানী ও মাওলানা মফীযুর রহমান মাদানী প্রমুখ।

৫৯. কাশিয়ানী, গোপালগঞ্জ ২০শে রামাযান ২২শে এপ্রিল শুক্রবার : অদ্য বাদ আছর যেলার কাশিয়ানী উপযেলাধীন বালিয়াডাঙ্গা আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ফরিদপুর যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুছ ছামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন উপযেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক আসাদুয্যামান নূর ও ঢাকা কলেজ ‘যুবসংঘ’-এর সভাপতি নাজমুছ ছাকিব। 

৬০. নড়াইল ২০শে রামাযান ২২শে এপ্রিল শুক্রবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন আমাদ বাজারে নড়াইল যেলা প্রস্তাবিত ‘আন্দোলন’ কমিটির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুজাহিদর রহমান।

৬১. যশোর ২১শে রামাযান ২৩শে এপ্রিল শনিবার : অদ্য সকাল ১০-টায় যেলা শহরের আল্লাহর দান জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয মুহাম্মাদ আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুজাহিদুর রহমান ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ আবু তাহের প্রমুখ।

৬২. শৌলমারী, নীলফামারী ২২শে রামাযান ২৪শে এপ্রিল রবিবার : অদ্য বাদ যোহর যেলার জলঢাকা উপযেলাধীন শৌলমারী ডাকালীগঞ্জ বাজার আহলেহাদীছ জামে মসজিদে নীলফামারী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।

৬৩. শরীয়তপুর ২৩শে রামাযান ২৫শে এপ্রিল সোমবার : অদ্য বিকাল ৩-টায় যেলার পালং থানাধীন বালার বাজার আহলেহাদীছ মসজিদে শরীয়তপুর যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুল মালেক ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন।

৬৪. মুন্সিপাড়া, নীলফামারী ২৩শে রামাযান ২৫শে এপ্রিল সোমবার : অদ্য বাদ আছর যেলা শহরের মুন্সিপাড়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ মুস্তাফীযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।

৬৫. বাংলা হিলি, দিনাজপুর-পূর্ব ২৪শে রামাযান ২৬শে এপ্রিল মঙ্গলবার : অদ্য বেলা ১১-টায় যেলার বিরামপুর থানাধীন বাংলা হিলিতে অবস্থিত হিলফুল ফুযূল মাদ্রাসায় যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাষ্টার শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুন নূর।

৬৬. নওদাপাড়া, রাজশাহী ২৫শে রামাযান ২৭শে এপ্রিল বুধবার : অদ্য বেলা ১১-টায় নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পূর্ব পার্শ্বস্থ মসজিদে রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুর্রুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ, প্রচার সম্পাদক ড. সাখাওয়াত হোসাইন, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, নওদাপাড়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুন নূর ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. আব্দুল হালীম প্রমুখ।

৬৭. পাবনা ২৭শে রামাযান ২৯শে এপ্রিল শুক্রবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন খয়েরসুতী মধ্যপাড়া আহলেহাদীছ জামে মসজিদে পাবনা যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সোহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন।

রামাযানের অন্যান্য রিপোর্ট

ইউসুফপুর, চারঘাট, রাজশাহী ৫ই রামাযান ৭ই এপ্রিল বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার চারঘাট উপযেলাধীন ইউসুফপুর সিপাইপাড়া দারুলহাদীছ সালাফিইয়াহ মাদ্রাসার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউসুফপুর ডিগ্রী কলেজের শিক্ষক ও অত্র মাদ্রাসার সভাপতি অধ্যাপক ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম।

আশাশুনি, সাতক্ষীরা ১১ই রামাযান ১৩ই এপ্রিল বুধবার : অদ্য বেলা ১১-টায় যেলার আশাশুনি থানাধীন গরালী আহলেহাদীছ জামে মসজিদে আশাশুনি উপযেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন।

মাহমূদপুর, সাতক্ষীরা ১৩ই রামাযান ১৫ই এপ্রিল শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার সদর থানাধীন মাহমূদপুর আহলেহাদীছ জামে মসজিদে সদর উপযেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন।

গাবতলী, বগুড়া ১৫ই রামাযান ১৭ই এপ্রিল রবিবার : অদ্য বাদ আছর যেলার গাবতলী থানাধীন মেন্দিপুর চাকলা সালাফিইয়াহ হাফেযিয়া মাদ্রাসা ও ইয়াতীমখানায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য জনাব মামূনুর রশীদের সভাপতত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম।

ভবানীগঞ্জ, বাগমারা, রাজশাহী ১৫ই রামাযান ১৭ই এপ্রিল রবিবার : অদ্য সকাল ১০-টায় যেলার বাগমারা উপযেলাধীন ভবানীগঞ্জ হেলিপ্যাড ময়দান সংলগ্ন এলাকা ‘আন্দোলন’-এর কার্যালয়ে রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এস এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর।

পার্বতীপুর, দিনাজপুর ১৯শে রামাযান ২১শে এপ্রিল সোমবার : অদ্য বাদ যোহর যেলার পার্বতীপুর উপযেলাধীন ঝাড়ুয়ারডাঙ্গা দারুল হাদীছ সালাফিইয়াহ মাদ্রাসায় উপযেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও অত্র মাদ্রাসার উদ্যোগে এক আলোচনা সভা, ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মনযূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম।

নোয়াখালী ২০শে রামাযান ২২শে এপ্রিল শুক্রবার : অদ্য বাদ আছর যেলার মাইজদী থানাধীন সাদুরখিল রাজারবাড়ী জামে মসজিদে দারুল ইলম ইসলামী পাঠাগারের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় ব্যবসায়ী মুহাম্মাদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আহমাদুল­াহ।

বাঙ্গাবাড়ী, গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ ২১শে রামাযান ২৩শে এপ্রিল শনিবার : অদ্য বাদ আছর যেলার গোমস্তাপুর থানাধীন বাঙ্গাবাড়ী দাড়িপাতা আত-তাকওয়া আহলেহাদীছ জামে মসজিদে বাঙ্গাবাড়ী-আলীনগর এলাকা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলীনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রবীউল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।

কলারোয়া, সাতক্ষীরা ২৪শে রামাযান ২৬শে এপ্রিল মঙ্গলবার : অদ্য বাদ যোহর যেলার কলারোয়া থানাধীন যুগিখালী দক্ষিণ পাড়া আহলেহাদীছ জামে মসজিদে কলারোয়া উপযেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি ক্বারী আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন।

চোরকোল, ঝিনাইদহ ২৮শে রামাযান ৩০শে এপ্রিল শনিবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন চোরকোল বাজার আহলেহাদীছ জামে মসজিদে চোরকোল এলাকা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ হারূণুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।






বন্যাত্রাণ বিতরণ (গঙ্গাচড়া, রংপুর-পশ্চিম; ধোবাউড়া, ময়মনসিংহ-উত্তর)
সংগঠন সংবাদ
যাকাত শীর্ষক আলোচনা সভা
আল-‘আওন
মাওলানা আব্দুল মুহাইমিন খান-এর মৃত্যু
সুধী সমাবেশ : চট্টগ্রাম (অহি ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসুন!)
সংগঠন সংবাদ

যেলা সম্মেলন : বগুড়া

ছিরাতে মুস্তাক্বীমের উপর অটল থাকুন! - -আমীরে জামা‘আত
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদরাসায় ইয়াতীম ভবনের নির্মাণকাজ শুরু
সুধী সমাবেশ \ কক্সবাজার (সুন্দর আকাংখাই যথেষ্ট নয়, সমাজসংস্কারের লক্ষ্যে জামা‘আতবদ্ধ হউন!) - -আমীরে জামা‘আত
চলে গেলেন নেপালের বর্ষীয়ান আহলেহাদীছ আলেম মাওলানা আব্দুল হান্নান ফায়যী
মাযহাবী ইসলাম বাদ দিয়ে প্রকৃত ইসলামের অনুসারী হৌন! (যেলা সম্মেলন : চট্টগ্রাম ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.