চন্ডিপুর, মণিরামপুর, যশোর ২০শে এপ্রিল শুক্রবার : অদ্য বাদ আছর যেলার মণিরামপুর থানাধীন চন্ডিপুর হাইস্কুল ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ যশোর যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, আহলেহাদীছ আন্দোলনের মর্মবাণী উপলব্ধি করা জান্নাতপিয়াসী মুমিনদের জন্য অপরিহার্য কর্তব্য। কেননা আহলেহাদীছ কোন মতবাদের নাম নয়। এটি একটি পথের নাম। যে পথের শেষ ঠিকানা হচ্ছে জান্নাত। তিনি সূরা ছফ-এর ১০ নং আয়াত তুলে ধরে জান্নাত হাছিলের প্রতিযোগিতা করার জন্য কর্মী ও সুধীদের প্রতি উদাত্ত আহবান জানান।

‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, যশোর যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক হাফেয আব্দুল আলীম, যেলা ‘যুবসংঘ’-এর যুগ্ম-আহবায়ক আব্দুর রহীম ও সদস্য তরীকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা মুনীরুয্যামান।

উল্লেখ্য, আমীরে জামা‘আত যশোরে পৌঁছে শহরের ষষ্টিতলাস্থ আল্লাহর দান ভবন সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন। জুম‘আর খুৎবায় সূরা আলে ইমরানের ১০২ আয়াত তেলাওয়াত করে মুমিনের ৩টি স্তরের উপরে ভাষণ প্রদান করেন। তিনি বলেন, ‘আহলেহাদীছ আন্দোলন’ বিশুদ্ধ ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। তিনি এর বিরোধী চক্রান্তের ব্যাপারে সবাইকে হুঁশিয়ার থাকার আহবান জানান।

অতঃপর যশোর থেকে চন্ডিপুর গমনের পথে মণিরামপুর থানাধীন ঝাঁপা ইউপি চেয়ারম্যানের আমন্ত্রণে আমীরে জামা‘আত নব নির্মিত ঝাঁপা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণ পেশ করেন। এ সময়ে সূরা ইউসুফের ১০৮ আয়াত উল্লেখ করে তিনি বলেন, সমাজ সংস্কারের জন্য সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। জনপ্রতিনিধিরা যদি বিশুদ্ধ ইসলামের জন্য কাজ করেন, তাহ’লে সমাজ থেকে যাবতীয় দুর্নীতি সহজে দূর হবে।

ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপযেলা পরিষদের চেয়ারম্যান জনাব আমজাদ হোসাইন লাভলু। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান। অতঃপর আমীরে জামা‘আত ও তাঁর সফরসঙ্গীগণ পার্শ্ববর্তী ঝাঁপা বাঁওড়ের উপরে ৮৩৯টি প্লাস্টিকের ড্রাম ও প্রায় ৩০ টন এ্যাঙ্গেল-পাতি দ্বারা স্থানীয় ৫৬জন যুবকের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ঝাঁপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন’-এর উদ্যোগে ৫০ লক্ষ টাকা ব্যয়ে ২০১৭ সালে নির্মিত ভাসমান সেতু পরিদর্শন করেন। ইউপি চেয়ারম্যান জনাব শামসুল হক আমীরে জামা‘আত ও তার সফরসঙ্গীদের নিয়ে ভাসমান সেতু পায়ে হেটে পার হন এবং পুনরায় ফিরে আসেন। উল্লেখ্য, সেতুটির দৈর্ঘ ১৩০০ ফুট ও প্রস্থ ৮ ফুট। ৯ কিলোমিটার দীর্ঘ এই বাওড়ের গভীরতা ২০ ফুট থেকে ৬০ ফুট পর্যন্ত। বর্তমানে এটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।






আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ (মাসিক ইজতেমা, তা‘লীমী বৈঠক, সুধী সমাবেশ, সোনামণি)
মাওলানা শিহাবুদ্দীন মাদানীর মৃত্যু
কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের হজ্জব্রত পালন
মারকায সংবাদ (নাহু ও ছরফ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী)
প্রশিক্ষণ; মাসিক ইজতেমা; তা‘লীমী বৈঠক; কেন্দ্রীয় দাঈর সফর
মাসিক ইজতেমা
মাদ্রাসা উদ্বোধন
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রবাসী সংবাদ
অপরিবর্তনীয় সংবিধান পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের অনুসরণ করুন! (উপযেলা সম্মেলন : কলারোয়া, সাতক্ষীরা ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাসিক ইজতেমা
আরও
আরও
.