২১শে নভেম্বর বৃহস্পতিবার সরকারী বালক উচ্চ বিদ্যালয় ময়দান, সাতক্ষীরা : অদ্য দুপুর ২-টা থেকে রাত ৯-টা পর্যন্ত যেলা শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয় ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন’ সাতক্ষীরা যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব জনগণের প্রতি উপরোক্ত আহবান জানান। তিনি সূরা কাহফের ১১০ আয়াত তেলাওয়াত করে বলেন, যে ব্যক্তি আল্লাহর দীদার লাভ করতে চায়, তাকে অবশ্যই দুনিয়া থেকে দু’টি আমল করে যেতে হবে। নির্ভেজাল তাওহীদ বিশ্বাস এবং বিদ‘আত মুক্ত সৎকর্ম।

‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ, আল-‘আওনে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান, যেলা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি মাওলানা আব্দুল মান্নান, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাবেক সাধারণ সম্পাদক তাসলীম সরকার প্রমুখ। সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শহীদুযযামান ফারূক। এছাড়াও পৃথক প্যান্ডেলে মহিলাদের বিপুল সমাগম ঘটে।

আল-‘আওন : অত্র সম্মেলনে যেলা আল-‘আওনের পক্ষ থেকে রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিংয়ে ৩১ জনের ব্লাড গ্রুপিং ও ২৬ জন রক্তদাতা সদস্য বা ‘ডোনর’ তালিকাভুক্ত হন।

সম্মেলনে সরকার ও জনগণের নিকট ১১ দফা দাবী পাঠ করেন যেলার সাধারণ সম্পাদক অধ্যাপক মুফলেহুর রহমান। যা সমস্বরে সমর্থিত হয়। (১) ৯২ শতাংশ মুসলিমের দেশ বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থাকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে ঢেলে সাজাতে হবে। (২) প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিশুদ্ধ ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। মাদ্রাসা ও স্কুল-কলেজের সিলেবাস থেকে নতুন পরীক্ষাপদ্ধতি বাতিল করে বাস্তবসম্মত এবং শিক্ষাবান্ধব পরীক্ষা পদ্ধতি চালু করতে হবে। (৩) মুসলিম সমাজে অনুপ্রবিষ্ট শিরক-বিদ‘আত, কুসংস্কার, জঙ্গীবাদ, চরমপন্থাসহ যাবতীয় ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ধর্মমন্ত্রণালয়ের অধীনে আহলেহাদীছসহ দেশের শীর্ষস্থানীয় আলেমদের সমন্বয়ে একটি ‘ধর্মীয় উপদেষ্টা পরিষদ’ গঠন করতে হবে। (৪) সকল কোটা বাতিল করে মেধা মূল্যায়নের মাধ্যমে সবাইকে সমানভাবে দেশ সেবার সুযোগ দিতে হবে। জাতীয় বাজেটে নির্দলীয়ভাবে সকল যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি নিশ্চিত করতে হবে। (৫) ছেলে ও মেয়েদের সহশিক্ষা ও সহকর্ম প্রথা বাতিল করতে হবে এবং মহিলার জন্য পৃথক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। (৬) অফিস-আদালত থেকে ঘুষ ও দুর্নীতি বন্ধের জন্য আলেমদের সমন্বয়ে সরকারীভাবে একটি ‘সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে নিষেধ’ বিভাগ সৃষ্টি করতে হবে। (৭) অসাধু ব্যবসায়ী ও মওজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে। (৮) বিনোদন ও সংস্কৃতির নামে অশ্লীলতা ও বেহায়াপনার অবাধ প্রসার বন্ধ করতে হবে। সেই সাথে শহরে-গ্রামে যত্রতত্র মদ, জুয়া এবং লটারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। (৯) আহলে কুরআন, কাদিয়ানী, হিযবুত তাওহীদ, দেওয়ানবাগী প্রভৃতি ইসলামের নামে ভ্রান্ত ফের্কাসমূহ প্রতিরোধে সরকারীভাবে ব্যবস্থা নিতে হবে। (১০) বর্বর ইস্রাঈলী হামলার শিকার অসহায় ফিলিস্তীনী মুসলিম ভাই-বোনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং ইস্রাঈলের মদদদাতা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পাশ্চাত্যের পশু শক্তিগুলির বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। সেই সাথে বাংলাদেশ সরকারকে সকল বিশ্বফোরামে কার্যকর ভূমিকা রাখার আহবান জানাচ্ছে। সর্বোপরি দখলদার ইস্রাঈলকে প্রতিরোধে আল্লাহর গায়েবী মদদ কামনা করছে। (১১) প্রচলিত দলীয় শাসন ব্যবস্থা বাতিল করে শূরা পদ্ধতির আলোকে ইমারত ও খেলাফত ভিত্তিক ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের দাবী জানাচ্ছে।

উল্লেখ্য যে, সম্মেলনের পর দিন শুক্রবার মুহতারাম আমীরে জামা‘আত যেলার সদর থানাধীন পুরানো সাতক্ষীরা দক্ষিণপাড়ার নব নির্মিত আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন। কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ বুলারাটিস্থ আমীরে জামা‘আতের পিতা মাওলানা আহমাদ আলী প্রতিষ্ঠিত ও আমীরে জামা‘আত কর্তৃক পুনর্নির্মিত দোতলা আহলেহাদীছ জামে মসজিদে এবং আল-‘আওনে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির আমীরে জামা‘আত প্রতিষ্ঠিত আলীপুর বুড়িপুকুর কান্দা আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন।

শুক্রবার বাদ মাগরিব আমীরে জামা‘আত প্রতিষ্ঠিত দারুল হাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ মাদ্রাসার কমনরুমে শিক্ষকদের উদ্দেশ্যে হেদায়াতী ভাষণ দেন।







সংক্ষিপ্ত প্রশিক্ষণ
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা (বানভাসী মানুষের পাশে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’)
সংগঠন সংবাদ
মারকায সংবাদ (দাখিল পরীক্ষার ফলাফল)
প্রবাসী সংবাদ (সঊদী আরবের দাম্মাম শাখা কর্তৃক ওমরাহ সফর)
সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২৩
সার্বিক জীবনে তাওহীদে ইবাদত প্রতিষ্ঠা করুন! (যেলা সম্মেলন : রাজশাহী-পশ্চিম ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
রোহিঙ্গা শরণার্থীদের পাশে আমীরে জামা‘আত (নির্যাতিত রোহিঙ্গাদের পক্ষে জোরালো ভূমিকা রাখুন!) - -বিশ্ববাসীর প্রতি আমীরে জামা‘আত
আলোচনা সভা ও সুধী সমাবেশ
যেলা সম্মেলন : ঝিনাইদহ (সর্বাবস্থায় আল্লাহভীতি বজায় রাখুন!)
সংগঠন সংবাদ
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
আরও
আরও
.