সন্তানেরা পাচ্ছে নাকো নৈতিকতার জ্ঞান,

ঊর্ধ্বমুখী শিক্ষিতের হার নিম্নমুখী মান।

চাকরি পেলে ভাবতে থাকে শুরু হ’ল সুখ,

ইচ্ছা সবার পূরণ হবে থাকবে না আর দুখ।

অগাধ টাকা অট্টালিকার মরণ নেশায় পড়ে,

মত্ত হয়ে কাটায় জীবন সম্পদ গড়ার তরে।

ঘোরের মধ্যে সময় যত হয়ে যায় পার,

সম্বিত ফিরলে শরীর-মনে থাকে না হাল আর।

কষ্ট বিনে প্রতিপত্তির মালিক হবে যারা,

হাশর মাঠে বিপদ দেখে পালাবে যে তারা!

শিক্ষিতের হার বাড়ছে ঠিকই কমছে নৈতিক জ্ঞান,

এমনিভাবে চলতে থাকলে ডুববে দেশের মান।

শ্রেণীকক্ষে নৈতিক পাঠ বেশী বেশী চাই,

নীতিবোধেই দেশ এগোবে সংশয় তাতে নাই।






আরও
আরও
.