-মুহাম্মাদ আতাউর রহমান
সন্ন্যাসবাড়ী, বান্দাইখাড়া, নওগাঁ।
ঘুম থেকে জেগে আমি লই আল্লাহর নাম,
কাজের ফাঁকে ফাঁকে যেন যিকর হয় কাম।
মাতা-পিতা গুরুজনের আদেশ মেনে চলি,
আমি যেন কভু তাদের মন্দ নাহি বলি।
খুশী যেন নাহি হই কভু কারো দুখে,
মিথ্যা কথা কভু যেন নাহি আনি মুখে।
লোভ হ’তে সদা আমি যেন দূরে থাকি,
কভু যেন কাউকে আমি নাহি দেই ফাঁকি।
পড়ার সময় পড়া খেলার সময় খেলা
লেখাপড়ায় কভু যেন নাহি করি হেলা।
মন্দ সকল হ’তে থাকি যেন দূরে,
এই পণ করি প্রভু তোমার দরবারে।