প্রতি বছর অপেক্ষা করি তাবলীগী ইজতেমার জন্য
তাওহীদী জনসমুদ্রে গিয়ে মোরা হব ধন্য।
অহি-র আলোয় উদ্ভাসিত জ্ঞানী-গুণীর সন্ধানে
অবিলম্বে ছুটে চলি ইজতেমার ময়দানে।
শিরক-বিদ‘আত পরিহার করার দৃঢ় প্রত্যয় পেয়ে
সংস্কারকামী মুসলিমদের সঙ্গে যাই নিয়ে।
কুরআন-সুন্নাহর বই কিনি জ্ঞানার্জনের তরে
আমল করি মুক্তির আশায় সেই বই পড়ে।
আমল-আখলাক, কল্যাণ আর নীতি নৈতিকতা
পাপকর্ম বর্জন করার আলোচনা হয় সেথা।
সত্যনিষ্ঠ, বলিষ্ঠ আর যোগ্য ওলামার বয়ানে
স্বস্তি পাই, সাহস যোগায় ভালো লাগে শ্রবণে।
আমলের নিয়তে শ্রবণ করি কুরআন-সুন্নাহর ওয়াযকে
সারা বছর স্মরণ করি দুই দিনের ঐ সফরকে।
দয়াময়! তুমি তাওফীক দাও প্রতি বছর যাবার
তোমার কাছে কামনা করি আমল ছহীহ করার।
প্রভু! তুমি কবুল কর মোদের এই কামনা
পূরণ করে দাও তুমি সবার মনের বাসনা।
মালিক! তুমি রহম কর সকলের জন্য
পরকালের পাথেয় যেন না হয় মোদের শূন্য।
ইজতেমার অপেক্ষাতে করছি মোরা প্রার্থনা
আগামীর ইজতেমা যেন সফল করেন রববানা।
-মুহিব বিন জালালুদ্দীন
সাঘাটা, গাইবান্ধা।