693 বার পঠিত
এই করিলাম পণ
পড়ায় দিব মন।
হৈচৈ করব না
ক্লাসে কথা বলব না।
ওস্তাদের কথা মানব
জীবনটাকে গড়ব।
সত্য কথা বলব
সৎ পথে চলব।
মিথ্যা কথা বলব না
শিরক-বিদ‘আত করব না।
আল্লাহ তুমি সহায় হও
পণ পূরণে তাওফীক দাও।
আফযাল হোসাইন
উত্তর নওদাপাড়া, রাজশাহী।