শাসন নামে শোষণ করে শুধুই করে অত্যাচার

দুঃখ যাদের নিত্য সাথী তাদের শুধু হয় বিচার।

নিষ্কলংক মানুষগুলো হতাশায় দিন গুনছে

চক্রকারীর চক্রজালে তারাই কেবল ভুগছে।

ক্যাডার ভিত্তিক রাজনীতি করছে ভবে যারাই

লুটতরাজি, চাঁদাবাজী জন্ম দিচ্ছে তারাই।

মানবরূপী দানবগুলো বসে আসন জুড়ে

মরণ শেষে খোল পিটিয়ে খাচ্ছে মগজ কুরে।

আমরা তো নই স্বৈরাচারী নইতো চাঁদাবাজ

দ্বীন কায়েমের নির্ভিক সেনা গড়তে আল্লাহর রাজ।

জগৎ জুড়ে রয়েছে মোদের সুখ্যাতি-সম্মান

লক্ষ প্রাণের মুক্ত আশা আহলেহাদীছ নাম।

তবুও কেন জেলখানাতে মোদের নেতা দ্বীনী ভাই

চাইলে রক্ত আরো দেব বিনিময়ে মুক্তি চাই।






রামাযানের হাতছানি
কর্মই জীবন - মাকছূদ আলী মুহাম্মাদীইটাগাছা-পশ্চিম, সাতক্ষীরা।
স্বাগতম রামাযান - -আতিয়ার রহমানমাদরা,কলারোয়া, সাতক্ষীরা।
কবর ঘর - ডাঃ মুহাম্মাদ আব্দুল খালেক, পাটকেলঘাটা, সাতক্ষীরা।
ইসলামের কার্বন কপি - মুহাম্মাদ মোমতায আলী খান ঝিনা, গোদাগাড়ী, রাজশাহী।
রামাযানের শিক্ষা - আতিয়ার রহমানমাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
সূরা মা‘ঊন
আহলেহাদীছ আন্দোলন - এস.এম শরীফুয্যামান বুধহাটা, আশাশুনি, সাতক্ষীরা।
ভিক্ষুক - আতিয়ার রহমানমাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
আশূরার আগমনে - মুহাম্মাদ লাবীবুর রহমান হয়বৎপুর, পার্বতীপুর, দিনাজপুর।
প্রার্থনা
কালের শপথ (সূরা আছর অবলম্বনে) - মুহাম্মাদ মোমতায আলী খাঁনঝিনা, গোদাগাড়ী, রাজশাহী।
আরও
আরও
.