১৯৯৬ সালের ২৪শে সেপ্টেম্বর পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি গৃহীত হওয়ার ২৫ বছর পর বিশ্ব এখন বেশী নিরাপদ বলে দাবী করেছেন বিশেষজ্ঞরা। যদিও উত্তর কোরিয়া এই চুক্তিতে সই করেনি এবং দেশটির পারমাণবিক কর্মসূচী নিয়ে বিশ্বশক্তিগুলোর নানা উদ্বেগ রয়েছে।

জাতিসংঘের সংস্থা কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার-টেস্ট-ব্যান ট্রিটি অর্গানাইজেশনের প্রধান রবার্ট ফ্লয়েড বলেন, ১৯৪৫ সালের ১৬ই জুলাই নিউ মেক্সিকোর মরুভূমিতে বিশ্বে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় আমেরিকানরা। তখন থেকে সর্বাত্মক পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সইয়ের আগপর্যন্ত বিশ্বে দু’হাযারের বেশী পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছে।

খবরে বলা হয়, পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সই হওয়ার পর থেকে এখন পর্যন্ত মাত্র প্রায় এক ডজন পরীক্ষা চালানো হয়েছে। পরীক্ষাগুলো চালিয়েছে ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র, চীন, উত্তর কোরিয়াসহ পরমাণু অস্ত্রের অধিকারী ৮টি দেশ এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে। এ অবস্থায় এটি কার্যকর করা যাচ্ছে না। তাছাড়া চাপ সৃষ্টি করার পরও দেশগুলো চুক্তিটি সই করবে, এমন লক্ষণ খুব কমই দেখা যাচ্ছে। তা সত্ত্বেও রবার্ট ফ্লয়েড বলেন, ‘আমরা আগের চেয়ে অনেকটা ভালো অবস্থায় আছি’। ফ্লয়েড বলেন, এই নিষিদ্ধকরণ চুক্তি পরমাণু অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে একটি বৈশ্বিক নিয়ম-নীতি প্রতিষ্ঠা করেছে। এ পর্যন্ত ১৭০টি দেশ এ চুক্তি অনুমোদন করেছে। তবে আরও অনেকের মত মিসর, ভারত, ইরান, পাকিস্তান, চীন, উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ইস্রাঈল এতে সই করেনি।






আরও
আরও
.