সারা
দুনিয়াজুড়ে চলছে মহামারী করোনাভাইরাসের প্রকোপ। মারা যাচ্ছে লাখ লাখ মানুষ।
অর্থনীতি চরম বিপর্যয়ে। কোটি কোটি মানুষ বেকার জীবন কাটাচ্ছে। দিশাহীন
অবস্থায় চরম হতাশায় ভুগছে বিশ্ববাসী। ভারত ও বাংলাদেশে তান্ডব চালিয়ে
গিয়েছে সুপার সাইক্লোন আম্ফান। একইসময়ে অস্ট্রেলিয়ায় তান্ডব চালিয়েছে
সাইক্লোন ম্যাঙ্গা। এরই মধ্যে ন্যাশনাল ওসিয়ান অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার
এ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানিয়েছে, আরো প্রায় ১৯টি নতুন ঝড় তৈরী হচ্ছে
আটলান্টিক সংলগ্ন অঞ্চলে। যার মধ্যে অন্তত ১০টি ঝড় সুপার সাইক্লোনের রূপ
নেবে। এছাড়াও আরো ৬টি হ্যারিকেন আছে। যার সর্বনিম্ন গতিবেগ হতে পারে ৯৫
থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ২০২০ সালের মধ্যেই এতগুলি ঝড়ের মোকাবিলা
করতে হবে বিশ্বকে।