রাসূলুল্লাহ
(ছা.)-এর কাল্পনিক ব্যঙ্গচিত্র অঙ্কন করে মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালানো
সেই কুখ্যাত সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিল্কস আগুনে পুড়ে মারা গেছে। এই
দুর্ঘটনায় তার দুই নিরাপত্তারক্ষীও মারা গেছে। গত ৩রা অক্টোবর রবিবার এক
সড়ক দুর্ঘটনায় নিহত হয় লার্স ভিল্কস।
জানা যায়, পুলিশের একটি গাড়িতে করে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কইয়ার্ড শহরে ভ্রমণ করছিলেন তিনি। সে সময় একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এসময় গাড়িতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই পুড়ে মারা যান ভিল্কস এবং সঙ্গী দুই পুলিশ কর্মকর্তা।
২০০৭ সালে লার্স ভিল্কসের অাঁকা রাসূল (ছাঃ)-এর ব্যঙ্গচিত্রটি প্রকাশিত হয়। এরপর বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। সেসময় থেকেই পুলিশ প্রহরায় চলাফেরা এবং বসবাস শুরু করে ভিল্কস। অথচ পুলিশের গাড়িতে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় কুখ্যাত এই কার্টুনিস্ট।