হে আল্লাহ! তুমি মোরে দাও পথের সন্ধান
যে পথ দেখায় মোরে সত্য সুন্দর ঈমান।
যে পথে শোনা যায় জীবনের জয়গান
ছালাতের আহবান মুওয়াযযিনের আযান।
পথহারা পথিকেরা সব হারায় ঈমান
জাহান্নামের পথের দিকে হয় ধাবমান।
হে আল্লাহ! এই জীবনতো ফুলশয্যা নয়
আখেরাতের জীবন যেন সুখময় হয়।
বাঁচিয়ে রাখ মিসকীনের মতো এ জীবন
মিসকীন অবস্থায় দিও আমায় মরণ।
শেষ বিচারে তাদের দলে করিও বরণ
জান্নাতের স্বাদ যাতে করি আমি আস্বাদন।
মন্দকাজে লজ্জা যার নেই তার অপমান
নেক কাজে খুশী যারা তারা ভাগ্যবান।
-মুহাম্মাদ গিয়াছুদ্দীন
ইবরাহীমপুর, কাফরুল, ঢাকা।