(১) আল-মারকাযুল ইসলামী আস-সালাফী :

জুনিয়র দাখিল পরীক্ষা (জেডিসি) : ২০১৬ সালের জুনিয়র দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর বালক ও বালিকা শাখা মিলে ৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবারও শতভাগ পাস করেছে। তন্মধ্যে বালক শাখার ৫২ জনের মধ্যে ২৩ জন জিপি ৫ (A+) ও ২৯ জন জিপিএ ৪ (A) পেয়ে উত্তীর্ণ হয়েছে। বালিকা শাখা থেকে ৩২ জনের মধ্যে ১১ জন জিপিএ ৫ (A+) ও ২১ জন জিপিএ ৪ (A) পেয়ে উত্তীর্ণ হয়েছে। উল্লেখ্য যে, তাদের মধ্যে ২ ছাত্র গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। তারা হ’ল খালিদ (যশোর) ও মুহাম্মাদ মুয্যাম্মিল হক (কুষ্টিয়া)।

ইবতেদায়ী সমাপনী পরীক্ষা : ২০১৬ সালের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর বালক ও বালিকা শাখা মিলে ৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবারও শতভাগ পাস করেছে। তন্মধ্যে বালক শাখার ৫৩ জনের মধ্যে ১১ জন জিপিএ ৫ (A+), ৩৩ জন জিপিএ ৪ (A) ও ৭ জন জিপিএ ৩.৫০ (A-) এবং বাকী ২ জনের ১জন B ও ১ জন C গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।

অত্র মারকাযের বালিকা শাখা থেকে ৪২ জনের মধ্যে ৬ জন জিপিএ ৫ (A+), ৩০ জন জিপিএ ৪ (A) ও ৫ জন জিপিএ ৩.৫০ (A-) এবং ১ জন জিপিএ ৩.০০ (B) পেয়ে উত্তীর্ণ হয়েছে।

(২) দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ, বাঁকাল, সাতক্ষীরা :  অত্র মাদরাসা থেকে ২০১৬ সালের জুনিয়র দাখিল পরীক্ষায় ১৮ জন ছাত্র অংশগ্রহণ করে এবারও শতভাগ পাস করেছে। তাদের মধ্যে ১০ জন জিপিএ ৪ (A), ৩ জন জিপিএ ৩.৫০ (A-), ৩ জন জিপিএ ৩.০০ (B) এবং ২জন জন জিপিএ ২.৫০ (C) পেয়ে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে অহীদুল ইসলাম গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে।

একই বছরের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ৬ জন জিপিএ ৫ (A+), ১৪জন জিপিএ ৪ (A) এবং ৪ জন জিপিএ ৩.৫০ (A-) পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতভাগ।

(৩) মাদরাসাতুল হাদীছ আস-সালাফিইয়াহ, সাবগ্রাম, বগুড়া :

অত্র মাদরাসা থেকে ২০১৬ সালের জুনিয়র দাখিল পরীক্ষায় ৬ জন ছাত্র অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৬ জনই জিপিএ ৪ (A) পেয়ে উত্তীর্ণ হয়েছে।

একই বছরের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ২৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ২২ জন জিপিএ-৫ (A+) এবং ২ জন জিপিএ-৪ (A) পেয়ে উত্তীর্ণ হয়েছে।

(৪) সাহারবাটি সিএমএস দাখিল মাদরাসা, মেহেরপুর :

অত্র মাদরাসা থেকে ২০১৬ সালের জুনিয়র দাখিল পরীক্ষায় ১৬ জন ছাত্র অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১ জন জিপিএ-৫ (A+), ৮জন জিপিএ ৪ (A), ৩ জন জিপিএ ৩.৫০ (A-), ৩ জন জিপিএ ৩.০০ (B) এবং ১জন জন জিপিএ ২.০০ (C) পেয়ে উত্তীর্ণ হয়েছে।

একই বছরের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ২৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ২ জন জিপিএ-৫ (A+), ৫জন জিপিএ ৪ (A), ৫ জন জিপিএ ৩.৫০ (A-), ৪ জন জিপিএ ৩.০০ (B), ৮জন জন জিপিএ ২.০০ (C) এবং ২জন জিপিএ ১.০০ (D) গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।






আরও
আরও
.