পাতাড়ী, সাপাহার, নওগাঁ-পশ্চিম ১৭ই সেপ্টেম্বর রবিবার : অদ্য বেলা ১১-টায় নওগাঁ যেলার সাপাহার উপযেলাধীন পাতাড়ী ফাযিল মাদরাসা সংলগ্ন জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নওগাঁ-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন নওগাঁ-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইন, পাতাড়ী ফাযিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা ইলিয়াস, আলাদীপুর ইসলামিয়া মাদরাসার ছাত্র আমানুল্লাহ প্রমুখ। সভা শেষে মাওলানা ইলিয়াসকে সভাপতি ও মুহাম্মাদ নূরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ‘আন্দোলন’-এর পাতাড়ী শাখা কমিটি গঠন করা হয়।
সাপাহার, নওগাঁ ১৭ই সেপ্টেম্বর রবিবার : অদ্য বাদ আছর নওগাঁ যেলার সাপাহার উপযেলা সদরস্থ বায়তুন নূর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নওগাঁ-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইন, গোপালপুর ফাযিল মাদরাসার প্রভাষক মাওলানা আইনুল হক, নওগাঁ-পশ্চিম যেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল হামীদ ও শিরন্টী ময়নাকুঁড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আযহার আলী প্রমুখ। সভা শেষে মাওলানা আইনুল হককে সভাপতি ও মুহাম্মাদ আমানুল্লাহকে সাধারণ সম্পাদক করে সাপাহার উপযেলা কমিটি গঠন করা হয়।
একই দিন বাদ এশা পত্নীতলা আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন নওগাঁ-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইন।
চাঁদপুর, বিরামপুর, দিনাজপুর ১৯শে সেপ্টেম্বর মঙ্গলবার : অদ্য বাদ যোহর দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার বিরামপুর উপযেলাধীন চাঁদপুর কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আশরাফুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন চাঁদপুর হাফেযিয়া মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা রাশেদুল ইসলাম ও অধ্যাপক ছাদেক আলী প্রমুখ। অনুষ্ঠানে অধ্যাপক ছাদেক আলীকে সভাপতি ও ছিদ্দীকুর রহমানকে সাধারণ সম্পাদক করে চাঁদপুর শাখা ‘আন্দোলন’-এর কমিটি গঠন করা হয়।
একই দিন বাদ মাগরিব বিরামপুর উপযেলার মুকুন্দপুর আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ কেতাবুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন চাঁদপুর শাখা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক ছাদেক আলী প্রমুখ।