গত ১৫ই জুন বুধবার রাজশাহী মহানগরীর সাফাওয়াং চাইনিজ রেষ্টুরেন্টে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজ শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রদত্ত প্রধান অতিথির ভাষণে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সিনিয়র প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব সমবেত ছাত্র ও যুবকদের উদ্দেশ্যে উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, ইসলাম শান্তি ও সহমর্মিতার ধর্ম। এখানে চরমপন্থার কোন অবকাশ নেই। তিনি বলেন, বর্তমানে যেসব কথিত জঙ্গী ধরা পড়ছে, তাদের অধিকাংশই নাকি আহলেহাদীছ। তিনি দ্ব্যর্থহীন ভাষায় এর প্রতিবাদ করে বলেন, অনেকে ছালাতে রাফাদানী হ’লেও আক্বীদায় ‘আহলেহাদীছ’ নয়। কেননা প্রকৃত আহলেহাদীছ কখনো জঙ্গী হ’তে পারে না। বরং তারা সর্বদা মধ্যপন্থী। তিনি বলেন, আহলেহাদীছের স্বচ্ছ আক্বীদা ও আমলকে কলুষিত করার জন্য এটি বিরোধীদের চক্রান্ত বৈ কিছুই নয়। অতএব হে আহলেহাদীছ তরুণ সাবধান হও! তোমরা যেন ফাঁদে পা দিয়ো না’।

রাবি যুবসংঘের সভাপতি কাওছার আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আহলেহাদীছ আন্দোলন ও যুবসংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।







আরও
আরও
.